এটি Altitude Hunter গ্রুপের একটি কমার্শিয়াল ট্রেকিং ইভেন্ট।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবেন।
⛰ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা নামক এক ধরনের ছোট পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।
⛰ রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে। একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট
⛰️ বাংলাদেশের দক্ষিণ-পূর্বে চিম্বুক রেঞ্জের মাঝে দুটি অনন্য পাহাড়- লিবলুহুং এবং লিমানহুং। ‘লিবলু’ অর্থাৎ কচ্ছপের মাথা, আর ‘হুং’ মানে পাহাড়। লিবলুহুং হলো কচ্ছপের মাথার মতো আকৃতি বিশিষ্ট এক পাহাড়, আর লিমানহুং হলো শঙ্খের মাথার মতো গঠনের। এখানকার ট্রেইল বেশ অজানা এবং রোমাঞ্চে ভরা। লিবলুহুং এর চূড়া থেকে মদক রেঞ্জ এবং পিছনে মিরঞ্জা রেঞ্জের অপূর্ব পাহাড়শ্রেণী দেখতে পাবেন। অভিযানে সঙ্গী হবে শতবর্ষী মাদার ট্রি এবং বুনো ট্রেইল, যা প্রকৃতির গভীরতার সাথে পরিচয় করাবে।
🚀ট্রেকের দৈর্ঘ্য : ৫দিন
🚩যা যা দেখবঃ
========
পাহাড় ----
★ কির্সতং
★ রুংরাং
★ লিবলুহুং
★ লিমান হুং
ঝর্ণা ----
★পালংখিয়াং ১,২
★থানকোয়াইন
★ জামরুম ১,২,৩
★ লাদমেরাগ
.
♣সম্ভাব্য ট্রেইল + ট্যুর প্ল্যানঃ
===================
❑ ট্যুর ইনফরমেশন :
🚌যাত্রা শুরু : [ ৩০ সেপ্টেম্বর ][ রাত ১০:৩০ টায় ঢাকা আরামবাগ থেকে ]
🚌যাত্রা শেষ : [ ০৫ তারিখ রাতে বাসে রওনা ]
[০৬ তারিখ ভোর ৬:০০ টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ ]
🚶 রুট প্ল্যান:
এই ট্রেকটি অফট্রেইল হওয়ায় সুনির্দিষ্ট রুটপ্ল্যান শেয়ার করা যাচ্ছে না। যেকোনো সময় পরিকল্পনা পরিবর্তন হতে পারে।
💥 #ডিফিকাল্টি: মডারেট ডিফিকাল্টি
🎄 ট্রেক স্টাইল : ব্যাকপ্যাকিং
🏡 একোমডেশন : পাহাড়ি পাড়া
🏞 ট্রেকিং লেভেল- মডারেট
🏞 একটিভিটিস : ঝর্ণা / ঝিরি অবগাহন, ট্রেকিং
🏋 অভিজ্ঞতাঃ আগে ২/৩ টি ট্রেকের অভিজ্ঞতা থাকলে ভালো।
#ইভেন্ট_ফিঃ ঢাকা থেকে ৯৫০০ টাকা প্রতি জন।।
চট্টগ্রাম থেকে ৮০০০টাকা
👩🏽🤝🧑🏻 #টিম_সাইজঃ ১৫জন।
#টাকা_জমা_দেবার_নিয়মঃ
-------------------------------
আমাদের সাথে যাবার জন্য ৩০৬০ টাকা bKash/Nogod করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারেন।
* টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য
💰বিকাশ/নগদ নাম্বারঃ 01636-680960(পারসোনাল)
*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না। বাদ বাকি টাকা ইভেন্টের দিন কালেক্ট করা হবে।
.
🎟ইভেন্ট ফী তে যা যা থাকছেঃ
===================
✅সকল যাতায়াত (ঢাকা-আলিকদম-ঢাকা)
✅গাইড সার্ভিস
✅সকল ধরণের লোকাল ট্রান্সপোর্ট খরচ
✅থাকার সব খরচ
✅খাবারের সব খরচ, খাবার যেখানে যা পাব তাই খাব। ট্রেইলে থাকাকালীন (দুপুরের খাবার) ড্রাই ফুড নিজ খরচে, নিজেকে বহন করতে হবে। ট্রেকিংয়ে খাবার নিয়ে যারা বাছবিচার করেন তাদেরকে এই ট্যুরে যাবার জন্যে নিরুৎসাহিত করা হচ্ছে।
✅ মেইনলি খাবারগুলা আমরা ঢাকা থেকেই নিয়ে যাব যা সবাইকে বহন করতে হবে।
🎁এছাড়া ব্যক্তিগত যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাকাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.
🎟 যা থাকছে নাঃ
===========
❌ যেকোন ধরনের ব্যক্তিগত খরচ
❌ ঔষধ
❌ হাইওয়েতে খাবার খরচ
.
✨ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে
=========================
*** এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ৫ টা
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কোর্ট, কভার, বড় পলিথিন। সাথে ছোট ডে প্যাক
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪।শুকনা খাবার(দিনের বেলা ভারি খাবার ম্যানেজ করা সম্ভব হয় না)
৫। হ্যান্ড গ্লাভস (ঐচ্ছিক)
৬। হেড ল্যাম্প
৭। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৮। হাফ প্যান্ট, ট্রাউজার
৯। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
১০। মোজা ১/২ জোড়া
১১। টুথ ব্রাশ
১২। গামছা
১৩। খাবার চামচ - প্লেট - মগ (যদি প্রয়োজন মনে করেন)
১৪। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৫। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৬। মশার জন্য ওডোমস ক্রিম
১৭। পাওয়ার ব্যাংক
🎃বিঃ দ্রঃ
=======
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে 5/6 ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে
# ট্রেকিং এর সময় দুপুরে ভারি খাবার পাওয়া যাবে না
# রাতে ট্রেকিং করতে হতে পারে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
*দলনেতার কথা না মানা
* দলের হয়ে কাজ না করা।
বিস্তারিত জানতে কল করুন বা নক করুনঃ
📞 Riyad hasan Ridoy:01636-680960(Whatapp)