জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫
Organised by: PUSAB
In association with: FDCU
Hosted by: USTC
বিতর্ক মানে শুধু মতের অমিল নয়, বরং স্বাধীনচেতা মন গড়ে তোলা, সাহসী কণ্ঠকে উচ্চারণ করা এবং জাতিকে নতুন দিশা দেখানোর শক্তি। ইতিহাসের জুলাই অভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়—যখন কণ্ঠস্বর রুখে দাঁড়ায়, তখন স্বাধীনতা ও গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
এই পুনর্জাগরণের চেতনাকে সামনে রেখে, পুসাব (PUSAB) জাতীয় পরিসরে আয়োজন করছে—
“জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”।
আয়োজনে সহযোগিতায় রয়েছে এফসেট ডিবেট ক্লাব, ইউএসটিসি (FDCU) এবং পুরো আয়োজনকে স্বাগত জানাচ্ছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC)।
এই উৎসব তরুণ প্রজন্মের কাছে শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি মুক্তচিন্তার মঞ্চ, যেখানে যুক্তির ঝলকানিতে জন্ম নেবে আগামী দিনের নেতৃত্ব। আমরা অপেক্ষা করছি সেই দিনগুলোর জন্য যখন যুক্তি, সত্য আর সাহস একত্রে আলো জ্বালাবে।
---
প্রতিযোগিতার স্থানঃ
ডি-ব্লক, ইউএসটিসি ক্যাম্পাস
তারিখঃ
০৭–০৮ নভেম্বর, ২০২৫
টিমক্যাপঃ
স্কুল-কলেজ পর্যায়ঃ ২৪
বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ৩২
প্রতিযোগিতার ফরম্যাটঃ
এশিয়ান পার্লামেন্টারি
---
ইভেন্ট ডিটেইলসঃ
প্রতি দলে ৩ জন করে বিতার্কিক থাকতে হবে।
দলের সকল সদস্যকে একই শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের হতে হবে।
আন্তঃস্কুল-কলেজ সেগমেন্টে সর্বোচ্চ এইচএসসি ব্যাচ ২০২৫ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন।
স্কুল ও কলেজ সেগমেন্ট একই ট্যাবে হবে, তবে আলাদা করে স্কুল ব্রেক থাকবে।
---
নিবন্ধন ফিঃ
স্কুল-কলেজ পর্যায়ঃ ১৫১০ টাকা
বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ২০১০ টাকা
---
যোগাযোগঃ
📞 +880 1810432665
Md.Mazharul Islam
Central member
Private University Student Alliance Bangladesh(PUSAB)
📞 +880 1841846826
Rithick Saha
General Secretary
FSET Debate club USTC
Also check out other Nonprofit events in Chittagong.