বন্ধুরা
আজ মহা নবমী, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মা জগদ্ধাত্রী দেবীর পূজার মন্ত্র। মায়ের অপার আশীর্বাদকে পাথেয় করে সাধের ছাদ বাগান পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি বহু প্রতীক্ষিত আমাদের সপ্তম সেমিনার, বনভোজন,পুরস্কার বিতরণী সহ নার্সারি ভ্রমণ অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সূচী।
এবছর আগামী ২১ শে ডিসেম্বর ২০২৫, রবিবার এই নান্দনিক অনুষ্ঠান উদযাপিত হতে চলেছে শ্যামনগরের ঐতিহ্য মন্ডিত স্থান বাসুদেবপুর আম্রকুঞ্জে।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবে হাতে কলমে হাইড্রোপ্রুনিক পদ্ধতিতে ছাদ বাগানের বিভিন্ন্ গাছের চাষের প্রশিক্ষণ, জৈব উপায়ে ফল, ফুল ও সবজি গাছের পরিচর্যা এবং তার সাথে আরো নানা ধরনের কৃষি আলোচনা সভা ও নার্সারী ভ্রমণ।
নিম্নলিখিত ব্যানারে নানা অনুষ্ঠান সূচীকে প্রাধান্য দিয়ে এই নান্দনিক সেমিনারের শুভারম্ভ হবে সকাল সাড়ে নটায় চলবে বিকেল চারটে পর্যন্ত।
আর এই অনুষ্ঠানে আগত সকল গাছ প্রেমী বন্ধুদেরকে আমরা উপহার হিসেবে তুলে দেবো ৩টি করে আসাধারণ গাছ। যার মধ্যে দুটি থাকবে উন্নত প্রজাতির গ্র্যাফটিং এর ফলের গাছ [ ১) একটি করে পৃথিবী বিখ্যাত পাকিস্তানি সিকি মৌসুম্বি লেবু গাছ ২) একটি করে থাই ভ্যারাইটির All Time মিষ্টি কদবেল গাছ] ও একটি থাকবে ধন্বন্তরি ঔষধি গাছ। এছাড়াও পাবেন বিনামুল্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানির তৈরি করা জৈব ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়ন্ট, কীটনাশক,গ্রো ব্যাগ সহ নানা ধরনের মূল্যবান উপহার সামগ্রী।
দুপুরে থাকবে কব্জি ডুবিয়ে শান্ত নির্মল দীঘির পাড়ে বিশুদ্ধ অক্সিজেনে ভরপুর নির্জন সবুজ সুবৃহৎ আমগাছের সারির নীচে বসে আপনজনের সাথে বনভোজন এর বর্ণাঢ্য আয়োজন।
এছাড়াও রয়েছে ফ্রিতে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা সহ শিশুদের জন্য চিলড্রেন পার্ক, এবং স্বনামধন্য নার্সারি ভ্রমণ থেকে শুরু করে দেশী বিদেশী নানা গাছ এবং ছাদ বাগান এর জন্য নানা সামগ্রী সুলভ মুল্যে ক্রয় করবার অনাবিল সুযোগ।
কিভাবে আসবেন?
অত্যন্ত সহজ।
শ্যামনগর স্টেশন থেকে যেকোন Auto বা Toto করে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যে 15 টাকা ভাড়া দিয়ে চলে আসুন এই বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ আম্রকুঞ্জে।
কল্যাণী হাইওয়ের দিয়ে যারা আসবেন তারাও খুব সহজেই আসতে পারবেন এই মনোরম আম্রকুঞ্জে।
সবুজায়ন এর লক্ষ্যে, সবুজ প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে, সবুজ বনানীর সঙ্গে অস্ফুট আলাপন আর মনোরম সবুজ পরিবেশে, সকালের প্রাতরাশ ও দুপুরের পরিতৃপ্ত মধ্যাহ্ন ভোজন এবং বিকেলের চা এর দেদার আড্ডার সঙ্গে ছাদ কৃষি সম্পর্কিত নতুন কিছু শেখবার আগ্রহে এবং গাছ সহ বিনামূল্যে নানা ছাদবাগানের সামগ্রী উপহার হিসেবে পাবার প্রত্যাশায় আপনিও চলে আসুন এই নান্দনিক সপ্তম সেমিনারে।
মনে রাখবেন আমাদের আসন সংখ্যা অত্যন্ত সীমিত। তাই আজই রেজিস্ট্রেসন করুন।
অনেক গ্রুপ মেম্বাররা তাদের নাম ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন।
শীঘ্রই তাদের তালিকা আমরা গ্রুপে প্রকাশ করবো।
আগ্রহী বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আপনাদের পরিচিত নিকটবর্তী এডমিন প্যানেলের বন্ধুদের সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জার এর মাধ্যমে ইনবক্স এ যোগাযোগ করে রেজিস্ট্রেশান এর মাধ্যমে আপনাদের নাম শীঘ্রই নথিভুক্ত করুন।
আসন সংখ্যা অত্যন্ত সীমিত থাকায় প্রবেশ অধিকার পাওয়া যাবে পর্যায়ক্রম রেজিস্ট্রেশন এর ভিত্তিতে এবং গ্রুপের সক্রিয় ও বরিষ্ঠ গাছ প্রেমী মেম্বারদের অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে।
রেজিস্ট্রেশন করতে হবে জনপ্রতি মাত্র Rs 499/- টাকার বিনিময়ে। যেটা Google Pay এর মাধ্যমে আপনি সরাসরি করতে পারবেন অথবা গ্রুপের এডমিন প্যানেল এর মেম্বারদের সঙ্গে দেখা করে By Cashও দিতে পারবেন।
রেজিষ্ট্রেশন করবার পর, এই সেমিনারে আসবার অ্যাড্রেস জানিয়ে দেওয়া হবে।
রেজিস্ট্রেশন এর নিয়ম সহ সেমিনার সংক্রান্ত যে কোন আনুষঙ্গিক তথ্যের জন্য সরাসরি নিম্নলিখিত এডমিন প্যানেলের মেম্বারদেরকে ফেসবুক ম্যাসেঞ্জার এ ইনবক্সে বা ফোন করুন 9874066457 নাম্বারে .....
সকলকে জগদ্ধাত্রী পূজোর শুভেচ্ছা ও শুভকামনা সহ
নমস্কার ও ধন্যবাদান্তে
আপনাদের প্রিয়
রাজু ভাই 🙏
#সাধের_ছাদবাগান_সেমিনার_2025