১৫ ডিসেম্বর, ২০২৫ আনন্দঘন পরিবেশে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পালিত হতে যাচ্ছে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ২৫ বছর পূর্তি " রজত জয়ন্তী "
রজত জয়ন্তী উৎসব ২০২৫ - এর প্রধান আকর্ষণসমূহ-
📢আনন্দ র্যালি
রঙিন ব্যানার, ব্যাজ, স্লোগান আর উচ্ছ্বাসে সজ্জিত এক প্রাণবন্ত শোভাযাত্রা, যেখানে অংশ নেবেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
🎤 আলোচনা অনুষ্ঠান
প্রতিষ্ঠার গল্প, স্মৃতির ঝাঁপি, সাফল্যের পদচিহ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা সবই উঠে আসবে সম্মানিত শিক্ষক ও অতিথিদের কণ্ঠে।
🍽️ একসাথে মধ্যাহ্নভোজ
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের নিয়ে উষ্ণ মিলনমেলা সম্পর্ককে আরও গভীর করবে।
📸 মেমোরি কর্নার
পুরোনো ব্যাচের ছবি, সেই ক্লাসরুমের হাসি, বন্ধুত্বের গল্প, শিক্ষকদের স্মৃতি—সবই একত্রে সাজানো থাকবে স্মৃতির বিশেষ কর্নারে।
🎶 সাংস্কৃতিক অনুষ্ঠান
📝 নিবন্ধন সংক্রান্ত তথ্য
🎓 প্রাক্তন শিক্ষার্থী:
• অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক
• নিবন্ধন আগামীকাল ৩০ নভেম্বর ২০২৫ হতে ৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২ টা পর্যন্ত।
• নিবন্ধনকারীদের জন্য থাকবে বিশেষ অংশগ্রহণ কার্ড, লাঞ্চ সুবিধা ও স্মারক উপহার
🎒 বর্তমান শিক্ষার্থী:
• নিজেদের শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে অংশগ্রহণ করবে
• আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই।