বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫ । BSS Space Camp 2025, 7 November

বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫ । BSS Space Camp 2025

Barguna Science Society-BSS

Highlights

Fri, 07 Nov, 2025 at 10:30 am

Circuit House Playground, Barguna.

Advertisement

Date & Location

Fri, 07 Nov, 2025 at 10:30 am - Sun, 09 Nov, 2025 at 09:15 pm (BST)

Circuit House Playground, Barguna.

Barisal, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫ । BSS Space Camp 2025
বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫

রহস্যময় মহাকাশ অনেক বেশি রোমাঞ্চকর। মহা-আকাশে একটু উঁকি দিতে ইচ্ছা হয় ? কখনো খেয়াল করেছেন ? আমাদের মাথার উপর কত শত লক্ষ গ্রহ উপগ্রহ ঘোরাঘুরি করছে, রাতের পথে আমাদের সাথে সাথে হেটে চলছে চাঁদ। গল্প করতে করতে চাঁদের সাথে হেটেছেন কখনো ? সূর্য নিময় করে প্রতিদিন সকালে আসছে বিকেলে চলে যাচ্ছে। এরা শূন্যে ভেসে আছে কিভাবে ? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন ?

এমন কতো কতো ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে। তাই এবার ৫ম বারের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন “বিএসএস মহাকাশ ক্যাম্প-২০২৫ ”


বরগুনা সাইন্স সোসাইটি বিজ্ঞান প্রসার ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ২০১৮ এ প্রতিষ্ঠা এর পর থেকেই ধারাবাহিক ভাবে বিজ্ঞান উৎসব, ওয়ার্কশপ অন রোবোটিক্স ও মহাকাশ ক্যাম্পসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এসকল ধারাবাহিক আয়োজনের মধ্যে মহাকাশ ক্যাম্প অন্যতম একটি আয়োজন।

তবে ২০২৫- ৫ম বারের আসরের এই আয়োজনে ভিন্ন মাত্র যুক্ত করতে দেশের নানা প্রান্তে বসে টেলিস্কোপে চোখ রেখে আকাশ দেখে ভালোবাসেন এমন সবাই আসছেন বরগুনাতে।

এবারের পুরো আয়োজন জুড়ে থাকবে,

১। গ্রীন ইনোভেশন শোকেসিং - প্রকল্প প্রদর্শনী
২। সাইন্স শো
৩। বিজ্ঞান অলিম্পিয়াড
৪। বিজ্ঞান বিতর্ক
৫। 3ডি মুভি
৬। রোবট শো
৭। প্রোগ্রামিং কনটেস্ট
৮। ভিআর শো
৯। স্পেস আর্ট এক্সিবিশন
১০। ম্যাজিক শো
১১। টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ - চাঁদ, মঙ্গল, শুক্রসহ নানা গ্রহ উপগ্রহ ( আবহাওয়ার পরিষ্কার থাকা সাপেক্ষে)

রেজিস্ট্রেশন লিংকঃ শীঘ্রই আসছে।
রেজিস্ট্রেশন চার্জঃ ১২০ টাকা (সকল ইভেন্ট অন্তর্ভুক্ত)
সেপ্টেম্বর ৩০ তারিখ পর্যন্ত মাত্র ৫০ টাকা (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য - অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে)
অক্টোবর ১৫ তারিখ পর্যন্ত ১০০ টাকা


তারিখঃ ০৭-০৯ নভেম্বর ২০২৫
ভ্যেনুঃ সার্কিট হাউজ মাঠ, বরগুনা।

আয়োজনেঃ বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
সহযোগিতায়ঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

যোগাযোগঃ

গোলাম রাব্বি,
সাংগঠনিক সম্পাদক,
বরগুনা সাইন্স সোসাইটি-বিএসএস
+880 1796-251880

ইমেইলঃ b2ZmaWNlICEgYnNzMjAxOCB8IGdtYWlsICEgY29t





বিস্তারিতঃ


১। প্রকল্প প্রদর্শনীঃ

থিমঃ
১। নবায়ন যোগ্য শক্তি।
২। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবন।

নিয়মাবলীঃ

গ্রুপ
জুনিয়রঃ শিশু/প্লে শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত
সিনিয়রঃ ৮ম থেকে ততোর্ধ [ শিক্ষার্থী ছাড়াও সকল উদ্ভাবকগণ এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে]


১। প্রকল্পটি অবশ্যই ব্যবহার উপযোগী/ কার্যকর হতে হবে। [ সিনিয়র গ্রুপের ক্ষেত্রে শুধু মডেল বা পোস্টার গ্রহণ যোগ্য নয়।]
২। প্রকল্পটিউপরোল্লিখিত থিমের মধ্যে হতে হবে।
৩। ০১ -০৩ সদস্য বিশিষ্ট দল গঠন করা যাবে। [ একক ভাবে অংশগ্রহণ করা যাবে]
৪। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একাধিক দল অংশগ্রহণ করতে পারবে।
৫। নম্বর বণ্টনের ক্ষেত্রে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কতৃক প্রকাশিত “ জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন নীতিমালা” অনুসরণ করা হবে। ফলাফল পরবর্তীতে অংশগ্রহণকারীদের জন্য নম্বরপত্র উন্মুক্ত থাকবে।
নম্বর বন্টনঃ ( জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রকল্প প্রদর্শনী নীতিমালার অনুরূপ )
৬। অংশগ্রহণকারী দলকে উক্ত ফর্মে রেজিস্ট্রেশন করে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।
৭। অংশগ্রহণকারীবৃন্দ প্রতিদিন নির্ধারিত সময়ে নিজ স্টলে আগত শিক্ষার্থী, অবিভাবক ও অতিথিদেরকে প্রকল্প প্রদর্শন করবে।
৮। প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলের সদস্যদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
৯। সকল উদ্ভাবকগণ একই ক্যাটাগরির আওতাভুক্ত হবে এবং চূড়ান্ত বিজয়ীদের (১ম, ২য় ও ৩য়) জন্য পুরষ্কার থাকবে।

* অংশগ্রহণকারী দল নিজেদের প্রকল্প সুন্দর ভাবে উপস্থাপনের জন্য প্রিন্টেড/হাতে করা ব্যানার, পোস্টার, লিফলেট ব্যবহার করতে পারবে। এছাড়াও প্রকল্প উন্নয়ন ও আগত শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মনোযোগ আকর্ষণ করতে কমেন্ট বোর্ড/কমেন্ট ডাইরি/ স্টিকি নোটস ব্যবহার করতে পারবে। একটি দলের জন্য একটি টেবিল (৩ ফিট) পরিমান জায়গা বরাদ্দ থাকবে।


রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/qfFGijqU4AzNGyvcA
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২৫





২। বিজ্ঞান বিতর্কঃ

বিতর্ক পদ্ধতিঃ সনাতনী
বিতর্কের বিষয়ঃ প্রতিধাপের ( প্রাথমিক বাছাই, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল) জন্য ভিন্ন ভিন্ন বিষয় নির্ধারিত থাকবে।

নিয়মাবলীঃ
১। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক দল অংশগ্রহণ করতে পারবে।
২। একটি দলে ৩ জন সদস্য থাকবে।
প্রতি দলের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ প্রযোজ্য হবে।
৩। সেমিফাইনাল ও ফাইনাল পর্বে সর্বোচ্চ একজন সদস্য পরিবর্তন করা যাবে। সদস্য পরিবর্তনের ক্ষেত্রে প্রতিপর্বের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে নতুন সদস্যের নিবন্ধন করতে হবে।
৪। অংশগ্রহণকারী দলকে নিম্নোক্ত ফর্মে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৫। বিজয়ী ও রানার্স আপ দলের জন্য পুরষ্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেকদলের জন্য শুভেচ্ছা উপহার থাকবে।

বিতর্কে অংশগ্রহণকারী দল গুলোর সদস্যদের প্রস্তুতির জন্য বিশেষ বিতর্ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। একটি দল থেকে ৩ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণ/গ্রুমিং এর সম্ভব্য তারিখঃ
১৫ অক্টোবর ২০২৫ থেকে - ২৫ অক্টোবর ২০১৫ (২-৩ দিন)
সময়ঃ
বিকেল ৪ঃ০০ - ৬ঃ৩০ (সম্ভব্য)


রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/1QAMTHCPr7eZtBh98
বিজ্ঞান বিতর্কে রেজিস্ট্রশনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২৫





৩। বিজ্ঞান অলিম্পিয়াডঃ

গ্রুপঃ
জুনিয়রঃ ০-৫ম শ্রেণি
সিনিয়রঃ ৬ষ্ঠ-১০ম শ্রেণি

মোট প্রশ্নঃ ৩৫ টি
সময়ঃ ৩০ মিনিট
প্রতি প্রশ্নের নম্বরঃ ২

নিয়মাবলীঃ
১। বিজ্ঞান উৎসবে আগত ০ থেকে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত সকল শিক্ষার্থীরা ব্যক্তিগত ভাবে অংশগ্রহণ করতে পারবে।
২। বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩ জনকে পুরষ্কৃত করা হবে।
৩। ফলাফল প্রকাশের পরবর্তীতে অংশগ্রহণকারীদের জন্য নম্বরপত্র উন্মুক্ত থাকবে।

মহাকাশ ক্যাম্প ২০২৫ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য।






৪। প্রোগ্রামিং কন্টেস্টঃ

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করা।
বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতে দক্ষ প্রোগ্রামার তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে Python প্রোগ্রামিং ভাষায় আগ্রহ ও দক্ষতা গড়ে তোলা–ই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

১। প্রতিযোগিতার ধরণ ও মাধ্যম
ক) প্রতিযোগিতায় ভেন্যুতে উপস্থিত হয়ে অনলাইনে অংশগ্রহণ করতে হবে।
খ) নির্ধারিত লিংক বা প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে, যা আগেই জানানো হবে।
গ) অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ এবং স্মার্টফোন/ল্যাপটপ থাকা বাধ্যতামূলক।

২। সময়সূচি
ক) সময়ঃ ৫০ মিনিট।
খ) সময়মতো লগইন করতে না পারলে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
গ) নির্ধারিত সময় শেষে আর কোনো উত্তর গ্রহণ করা হবে না।

৩। উত্তর প্রদানের নিয়মাবলী
ক) নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রশ্নের উত্তর দিতে হবে।
খ) একজন শিক্ষার্থী একবারই চূড়ান্ত উত্তরপত্র সাবমিট করতে পারবে।
গ) একই শিক্ষার্থী একাধিকবার সাবমিট করলে, তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৪। প্রশ্নের বিষয়বস্তু
ক) প্রতিটি প্রশ্ন Python প্রোগ্রামিং ভাষা ভিত্তিক হবে।
খ) প্রশ্নের ধরন হতে পারে:
কোড লেখা, কোড বিশ্লেষণ, ভুল সংশোধন, আউটপুট অনুমান ইত্যাদি

৫। মূল্যায়ন পদ্ধতি
ক) উত্তরপত্র স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হবে, যাতে ফলাফল নিরপেক্ষ থাকে।
খ) একাধিক শিক্ষার্থী সমান নম্বর পেলে, সময় বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে—যিনি কম সময়ে সঠিক উত্তর দিয়েছেন, তিনি এগিয়ে থাকবেন।

৬। গুরুত্বপূর্ণ নির্দেশনা
ক) প্রতিযোগিতা চলাকালীন অন্য কারো সহায়তা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
খ) প্রতিযোগিতা শুরুর আগে ইন্টারনেট সংযোগ, ডিভাইস, ব্রাউজার ইত্যাদি ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে হবে।
গ) কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিযোগীর নিজের।

রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/DxPqTaFSaqCZkGXN8
রেজিস্ট্রশনের শেষ তারিখঃ ১৫ অক্টোবর ২০২৫

৫। সাইন্স আর্ট এক্সিবিশনঃ

বিস্তারিত আসছে।

এছাড়া সাইন্স শো, ম্যাজিক শো, 3ডি মুভি, রোবট শো সকলের জন্য উন্মুক্ত থাকবে।


Also check out other Festivals in Barisal.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Circuit House Playground, Barguna., Barisal, Bangladesh
Get updates and reminders

Host Details

Barguna Science Society-BSS

Barguna Science Society-BSS

Are you the host? Claim Event

Advertisement
বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫ । BSS Space Camp 2025, 7 November
বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫ । BSS Space Camp 2025
Fri, 07 Nov, 2025 at 10:30 am