আসসালামু আলাইকুম বরিশাল বিভাগীয় পরিষদ মিলনমেলা-২০২৫
🟨❝বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন❞এর বরিশাল বিভাগীয় পরিষদ এর সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে ❝বরিশাল বিভাগীয় পরিষদ এর মিলনমেলা-২০২৫❞ আয়োজিত হতে যাচ্ছে।
🟨❝বরিশাল বিভাগীয় পরিষদ এর মিলনমেলা-২০২৫❞ উপলক্ষে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন এর বরিশাল বিভাগেীয় পরিষদ স্বেচ্ছাসেবীদের রেজিষ্ট্রেশন চলছে..!
♻️মোট আসন সংখ্যাঃ ২০০ জন।
♻️রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৫, সোমবার।
♻️প্রোগ্রাম তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৫, শুক্রবার।
♻️সময়ঃ সকাল ০৯ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত।
♻️প্রোগ্রাম ভেন্যুঃ কীর্তনখোলা মিলনায়তন, বরিশাল
💠রেজিষ্ট্রেশন ফিঃ
বিভাগীয় দায়িত্বশীল: ডোনেশন
জেলা দায়িত্বশীল: ৪৯০/-
পলিটেকনিক দায়িত্বশীল: ৪৫০/-
সরকারি কলেজ দায়িত্বশীল: ৪৫০/-
সাধারণ স্বেচ্ছাসেবী: ৪০০/-
📩রেজিষ্ট্রেশন ফি পাঠানোর মাধ্যমঃ-
বিকাশঃ 01758842140 হাফিজুল হোসাইন
01611760844 আজমির হাসান রিসাদ
নগদঃ 01756898957 সাব্বির হোসাইন
রকেটঃ 01942711170 সানাউল হোসাইন
📷প্রফাইল ফটো ফ্রেমঃ
https://drive.google.com/file/d/19VVOkRxaofMg6J8CoMfUpXiWOmRiUeAU/view?usp=drivesdk
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/XGuD9R5qncwwhDG29
⚠️ নির্ধারিত পরিমাণ টাকা পাঠিয়ে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে। অন্যথায় রেজিষ্ট্রেশন বাতিল বলে গন্য হবে। ⚠️রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করা হবে।