❝পথিকের সাথে মেঘের রাজ্যে❞, 11 September | Event in Aizwal | AllEvents

❝পথিকের সাথে মেঘের রাজ্যে❞

কাজী জিহাদ

Highlights

Thu, 11 Sep, 2025 at 10:00 pm

Sajek valley - সাজেক ভ্যালি

Advertisement

Date & Location

Thu, 11 Sep, 2025 at 10:00 pm - Sun, 14 Sep, 2025 at 06:00 am (BST)

Sajek valley - সাজেক ভ্যালি

Sajek Union, Baghaichari Upazila, Aizwal, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

❝পথিকের সাথে মেঘের রাজ্যে❞
❝পথিকের সাথে মেঘের রাজ্য ভ্রমণ❞

~এটি পথিকের একটি অফিসিয়াল ইভেন্ট। কেবলমাত্র বুকিং কনফার্ম করেই Going দিবেন৷ সিদ্ধান্ত নিতে দেরি হলে এবং ইভেন্ট এর সব আপডেট পেতে ইন্টারেস্টেড এ ক্লিক করে রাখতে পারেন৷ ইভেন্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও যাওয়ার সুযোগ করে দিন।

★আমাদের গ্রুপঃ

https://www.facebook.com/groups/pothik.travel.group

★আমাদের পেইজঃ

https://www.facebook.com/Pothik.Travel.Agency

★আমাদের ইন্সটাগ্রাম একাউন্ট:

https://www.instagram.com/pothik.travel/

-মেঘকে অনুভব নির্জন প্রকৃতির গহীনে আনমনেই হারিয়ে যেতে পারবেন.. হঠাৎ মেঘ বাতাসে ভেসে এসে ভিজিয়ে চমকে দেবে আপনাকে! হ্যাঁ সাজেক ভ্যালির কথাই বলছি আমরা।
রাঙ্গামাটির ছাদ নামে পরিচিত সাজেকের উচ্চতা ১৭২০ ফুট.. সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে অনিন্দ্য সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত দেয়া যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়-এ যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে দেখা যায় মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবন। রাঙামাটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পথিকেরা আবারো যাচ্ছে সাজেকে ১১ সেপ্টেম্বর ২০২৫।

★ইভেন্টঃ
যাত্রা শুরুঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার (রাতে)।
যাত্রা শেষঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার (ভোরে)।

★ভ্রমণ ব্যাপ্তিঃ ৩ রাত ২ দিন।

★ভ্রমণ খরচঃ
ঢাকা থেকে-
৫৮০০/= টাকা (সিঙ্গেল)
১৩০০০/= টাকা (কাপল) ।

★আনুমানিক প্ল্যানঃ
- ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ঢাকা থেকে রাতের বাসে যাত্রা শুরু৷
- ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার খাগড়াছড়ি পৌছে সকালের নাস্তা করে ১০ টার আর্মি স্কর্টে চাঁন্দের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। সাজেক পৌঁছে রিসোর্ট এ চেক ইন করে ফ্রেশ হয়ে সাজেকে দুপুরের লাঞ্চ করবো। দুপুরের খাবার খেয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে চলে যাবো কংলাক পাড়া সাজেকের সবথেকে উচুঁ চূড়া। সেখানে পুরো বিকেল টা কাটিয়ে সূর্যাস্ত দেখে চলে আসবো কটেজে। ফ্রেশ হয়ে চলে যাব হেলিপ্যাডে। সেখানে চলবে জমজমাট আড্ডা, গান। আড্ডা দিতে দিতে ক্ষুধা লেগে গেলে কটেজে ফিরে বারবিকিউ দিয়ে ডিনার সেরে নিব। ডিনার করে কটেজের বড় বারান্দায় বসে সবাই মিলে আড্ডা ও গানের আসর মিলাবো। চাইলে হেলিপ্যাডেও চলে যেতে পারি। তারপর একরাশ সুখস্মৃতি নিয়ে যে যার মত ঘুম।

-১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার খুব ভোরে ঘুম থেকে উঠে যে যার মত পাহাড়ের প্রথম সকাল টা উপভোগ করবো। দেখবো মেঘেদের লুকোচুরি খেলা ও সূর্যদয়। দেখবো সেখানকার পাহাড় ও পাহাড়ীদের জনজীবন। তারপর সকালের নাস্তা করে ১০ টার আর্মি স্কর্টে চলে যাবো খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌছে দুপুরের খাবার খেয়ে ঘুরে দেখবো আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ এবং রিসাং ঝর্ণা (সময়সাপেক্ষে)।
ঘুরে খাগড়াছড়ি শহরে ডিনার করে রাতের বাসে ঢাকার পথে রওনা দিবো।

- ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার ভোর ৬/৭ টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা চলে আসবো।

★ভ্রমণ পলিসিঃ নন এসি বাস।

★রিসোর্ট প্লান: ডাবল ১রুমে ৪ জন শেয়ারিং।
প্রতি কাপলের জন্য ১ রুম।

★শিশু পলিসিঃ ২-৫ বছর বাচ্চার কোনো খরচ নাই। থাকা খাওয়া বাসের সিট বাবা মা এর সাথে।

★এই খরচে যা যা থাকছেঃ
-ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা নন এসি বাসের টিকিট।
-২ দিন রিজার্ভ চান্দের গাড়ি দিয়ে ঘোরা। -সাজেক, আলুটিলা, ঝুলন্ত ব্রিজের এন্ট্রি ফি।
-১রাত সাজেকের কটেজে রাত্রি যাপন।
-দুই দিনের ৬ বেলা মূল খাবার।

★যা যা থাকছে নাঃ
-কোন প্রকার ব্যক্তিগত খরচ
-হাইওয়ে যাত্রা বিরতির খাবার
-ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ

★খাবার মেন্যুঃ
১ম দিন সকালের নাস্তাঃ পরোটা, ডাল ভাজি, ডিম মামলেট, চা।
দুপুরের খাবারঃ ব্যাম্বো চিকেন, সবজি, ভর্তা/সবজি, ডাল, ভাত
রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ, পরাটা, সালাদ, ড্রিংকস,পানি ।

২য় দিন সকালের নাস্তাঃ খিচুরি, ডিম।
দুপুরের খাবারঃ ভাত, মাছ/মুরগি, সবজি, ডাল,পানি।
রাতের খাবারঃ ভাত, মাছ/মুরগি, সবজি, ডাল, পানি।

কোন খাবার এভেইলেবল না হলে মেন্যু পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ।

★ভ্রমন স্থানঃ
১. রুইলুই পাড়া
২. কংলাক পাড়া
৩. হেলিপ্যাড
৪.আলু টিলা
৫. জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ
৬. রিসাং ঝর্ণা (সময় সাপেক্ষে)

★কনফার্ম করার জন্য ২০৪০ টাকা বিকাশ করতে হবে। বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে বা ইভেন্ট পোষ্ট এ জানাতে হবে।
বুকিং মানি অফেরত যোগ্য।

★বিকাশঃ
+8801753829185
পার্সোনাল বিকাশ নাম্বার।

★কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে এডমিনের সাথে দেখা করে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন।

★ব্যাংক একাউন্টে জমা দিতে পারেন, হিসাব নাম্বারঃ-

Pothik Tour & Travel
A/C No. 031 330 01209
Standard Bank Ltd.
Mirpur Branch.

যে কোন প্রয়োজনে বা ইভেন্ট সম্পর্কে কোন তথ্য জানার থাকলে যোগাযোগ করুন :
01913373317 (রাসেল)
01753829185 (জিহাদ)


*বিশেষভাবে লক্ষনীয়*
১- একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমন সুন্দমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪- আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করবো।
৫-অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করবো।
৬- পথিক ইকো টুরিজম এ বিশ্বাসী, ট্যুরে গিয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবোনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসবো। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করবো এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করবো
৭- কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না। আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান; এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার। ভ্রমনের জন্য যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/মেয়ে সকলেই যেতে পারবেন।
৮- প্রত্যেক কে অবশ্যই সেফটি মেইনটেন করতে হবে। মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে।

Take only memories,
Leave only footprints.

Happy traveling. 🙂

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Sajek valley - সাজেক ভ্যালি, Sajek Union, Baghaichari Upazila, Aizwal, India
Get updates and reminders

Host Details

কাজী জিহাদ

কাজী জিহাদ

Are you the host? Claim Event

Advertisement
❝পথিকের সাথে মেঘের রাজ্যে❞, 11 September | Event in Aizwal | AllEvents
❝পথিকের সাথে মেঘের রাজ্যে❞
Thu, 11 Sep, 2025 at 10:00 pm