মহাররমের ফযিলত আশুরা, 16 June | Event in Agartala | AllEvents

মহাররমের ফযিলত আশুরা

Saidur Saiful.

Highlights

Tue, 16 Jun, 2026 at 01:00 pm

Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

Date & Location

Tue, 16 Jun, 2026 at 01:00 pm (BST)

Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া

Brahmanbaria, Agartala, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

মহাররমের ফযিলত আশুরা
মুহাররম ও আশুরার ফজিলত

আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ও ফজিলতপূর্ণ এক মাস – মুহাররম। আর এই মাসের বিশেষ এক দিন হচ্ছে আশুরা, যাকে কেন্দ্র করে রয়েছে ইতিহাস, শিক্ষা ও অফুরন্ত সওয়াবের বার্তা।

১. মুহাররম সম্মানিত মাস

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
“বছর হচ্ছে বারো মাসে, এর মধ্যে চারটি মাস সম্মানিত।
তিনটি ধারাবাহিক – যিলকদ, যিলহজ্ব, মুহাররম; আর চতুর্থটি হল রজব।”
📚 সহীহ বুখারী ২/৬৭২


---

২. রামাযানের পর সেরা রোজা

আবূ হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত,
“রামাযানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমে। আর ফরয নামাজের পরে সর্বোত্তম নামাজ হল রাতের তাহাজ্জুদ।”
📚 সহীহ মুসলিম হা/১১৬৩


---

৩. আশুরা: এক মহান দিন

নবী করিম ﷺ মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা ১০ মুহাররমে রোজা রাখে। জিজ্ঞেস করলে তারা বলল:
“এটি সেই দিন, যেদিন আল্লাহ মূসা আ. ও তাঁর জাতিকে মুক্তি দিয়েছেন এবং ফেরআউনকে ডুবিয়ে মারেন।”
নবীজি ﷺ বলেন,
“আমরা তো মূসা আ.-এর অনুসরণের অধিক হকদার।”
অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবাদেরও রোজা রাখার আদেশ দিলেন।
📚 সহীহ মুসলিম হা/১১৩০


---

৪. এই দিনটি প্রশংসিত ও কল্যাণময়

রাসূল ﷺ বলেছেন,
“এটি একটি মহৎ দিন।”
📚 মুসলিম
অন্য বর্ণনায় এসেছে:
“এটি একটি কল্যাণময় দিন।”
📚 বুখারী ১৮৬৫


---

৫. নাজাতের দিন

আল্লাহ এই দিনেই মূসা আ.-কে ফেরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এবং তার জাতিকে রক্ষা করেছিলেন।
📚 সহীহ মুসলিম হা/১১৩০


---

৬. নূহ আ.-এর নৌকার থেমে যাওয়ার দিন

ইমাম আহমদ বর্ণনা করেন:
“এই দিনেই নূহ আ.-এর কিশ্তি জুদি পর্বতে স্থির হয়েছিল।”
তাই তিনি শুকরিয়া আদায়ে রোজা রেখেছিলেন।
📚 ফাতহুল বারী ৫/৪৩৯


---

৭. নবী মূসা আ. ও নূহ আ. রোজা রেখেছিলেন

উভয় নবী শুকরিয়া স্বরূপ আশুরার দিনে রোজা রেখেছিলেন।
📚 সহীহ মুসলিম ও ফাতহুল বারী


---

৮. রাসূলুল্লাহ ﷺ নিজেও এই দিনটির অপেক্ষায় থাকতেন

ইবনে আব্বাস (রাযি.) বলেন:
“আমি রাসূল ﷺ-কে আশুরা ও রামাযানের রোজার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হতে দেখেছি।”
📚 সহীহ বুখারী ১৮৬৭


---

৯. আশুরার রোজা এক বছরের গোনাহ মাফের কারণ

আবু কাতাদাহ (রাযি.) থেকে বর্ণিত,
রাসূল ﷺ বলেন:
“আমি আশাকরি, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গোনাহ মাফ করে দেবে।”
📚 সহীহ মুসলিম হা/১৯৭৬


---

১০. তাসুআ ও আশুরা – একসাথে রোজা রাখা উত্তম

ইবনে আব্বাস (রাযি.) বলেন:
লোকেরা বলল: ইহুদি-খ্রিস্টানরা আশুরার দিনকে মহৎ মনে করে।
রাসূল ﷺ বললেন,
“পরের বছর এলে আমরা ৯ তারিখেও রোজা রাখব ইনশাআল্লাহ।”
কিন্তু সে বছর আসার আগেই তিনি ইন্তিকাল করেন।
📚 সহীহ মুসলিম হা/১৯৪৬


---

🔖 উপসংহার

মুহাররম ও আশুরা কেবল একটি ইতিহাস নয়, বরং তা এক উপলক্ষ—তাওহীদের, ত্যাগের, কৃতজ্ঞতার ও ক্ষমা প্রার্থনার। আসুন, আমরা এই দিনের শিক্ষায় নিজেকে গড়ি, এবং সে অনুযায়ী আমল করি।



#Ashura #Muharram1447 #ImamHussain #Karbala #YaHussain #Matam #ShiaTradition #IslamicHistory #আশুরা #মুহাররম #কারবালা #ইমাম_হুসাইন #শোক_মিছিল #ইসলামের_ইতিহাস #শহীদদের_স্মরণে #মাতম #ইমাম_হোসেন #১০_মুহাররম

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Brahmanbaria-ব্রাহ্মণবাড়িয়া, Brahmanbaria, Agartala, India
Get updates and reminders

Host Details

Saidur Saiful.

Saidur Saiful.

Are you the host? Claim Event

Advertisement
মহাররমের ফযিলত আশুরা, 16 June | Event in Agartala | AllEvents
মহাররমের ফযিলত আশুরা
Tue, 16 Jun, 2026 at 01:00 pm