Event

১০০কিমি এক্মপ্লোর রাইড টু বেতিলা জমিদার বাড়ী-মানিকগঞ্জ সার্কিট হাউজ

Advertisement

🚴‍♂️🚴‍♀️ এসডিসি ১০০+ কিমি এক্মপ্লোর রাইড (৪৯৮)🚴‍♂️

🛣️গন্তব্য: বেতিলা জমিদার বাড়ী -সিংগাইর -মানিকগঞ্জ

📝 গতি: ২০- ২২কিমি

🗓️শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫ইং।
📢🇧🇩মিটিং পয়েন্ট :- কমলাপুর রেলওয়ে ষ্টেশন প্রবেশ পথ (ভিআইপি পার্কি)
🕕মিটিং টাইম : সকাল ৬:২০ মিনিট
🕕রাইড শুরু : সকাল ৬:৩০ মিনিট
🚧রাইড এর পরিসীমা : ১১৫+/- কিমি
🛣️রুটঃ কমলাপুর - মগবাজার- বাংলামোটর - ফার্মগেট- আসাদ গেট- ট্যাকনিক্যাল- হেমায়েতপুর- সিংগাইর- বেতিলা - মানিকগঞ্জ সার্কিট হাউজ- নবীনগর - সাভার- গাবতলী - মানিকমিয়া।
🕙রাইড শেষঃ দুপুর ০৩:০০ মিনিট (আনুমানিক) মানিকমিয়া।

☝🏻☝🏻হেলমেট বাধ্যতামুলক, অতিরিক্ত টিউব, প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
----------------------------------

⛔⛔ হেলমেট বাধ্যতামূলক, হেলমেট ছাড়া রাইডে অংশগ্রহন করতে দেয়া যাবে না।

⚠️⚠️ সাইকেলের চেইন লুব করে রাখবেন এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন।

💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নন।

🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন:

📲 Arifur Rahman - 01715458006
📲 Dipta Chakraborty 01685880542
📲Mahid Ahmed Tonmoy - 01962078758
📲Tanha Akter
📲Al Mahmud Tusher - 01620604215
📲 Athai Rahman +880 1760-017082
📲Sk. Asraful Islam: 01995169284
📲Jubaer Hossain - 01759-775388

📢💥বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ করা হল। ভারী বৃষ্টিপাত হলে রাইডের ধরন পরিবর্তন হতে পারে।



Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox