Event

🌧️ বৃষ্টি পড়ে টাপুর টুপুর 🌧️

Advertisement

🌧️ বর্ষার নিমন্ত্রণ 🌧️
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর"
প্রিয় জলজ প্রাণ,
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো, বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা, এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা। !
****************************
এক শ্রাবণের টাপুর টুপুর আয়োজন, যেখানে বৃষ্টি শুধু ভেজায় না, গায়—
কখনো বিষাদের গান, কখনো আশার দোল। সেই সুরের ভেতর হেঁটে চলি আমরা, আর আপনাকে চাই— সেই যাত্রায় সঙ্গী করে। গান, যন্ত্রসংগীত, আর বর্ষার শব্দে ভরা এক সান্ধ্য আয়োজন, যেখানে হৃদয় খোলে জলছবির মতো, আর কণ্ঠে বাজে বর্ষার সুর।
আপনার সান্নিধ্য আমাদের সুরের গল্পকে পূর্ণতা দেবে।
সশ্রদ্ধ নিমন্ত্রণে—
জলের গান
টিকিট মূল্য: ৫০০ টাকা
টিকিটের জন্য যোগাযোগ: +880 17 1202 7819, jolergaan.com/ticket

📅 তারিখ: ২৬ জুলাই, ২০২৫
🕖 সময়: সন্ধ্যা ৭টা
📍 স্থান: ভিন্টেজ কনভেনশন হল, ধানমন্ডি ২৭, ঢাকা
https://maps.app.goo.gl/Hnys3223RmWb27H67?g_st=iw
Get Tickets

Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox