Event

বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫

Advertisement

একটা শহর, যেখানে নদী কথা বলে।
যেখানে প্রতিটি ঢেউয়ের ভাঁজে লেখা থাকে হাজার বছরের ইতিহাস।

এখানে জন্মেছে এক সাহসী সেনানায়ক—ইশা খাঁ,
যার তলোয়ার কেবলই অস্ত্র ছিল না, ছিল এক স্বাধীনতার স্বপ্ন।

এখানে আলাউদ্দিন খাঁর সেতারের প্রতিটি সুর বলে দেয়,
"সংস্কৃতি মানেই আত্মপরিচয়।"

এবং এখন, এই শহরের তরুণেরা জেগে উঠেছে আবার উল্লাস কর এর মত—
জুলাই বিপ্লবের গর্জনে।

এই বিতর্ক উৎসব আমাদের তরুণদের কণ্ঠে তুলে দেবে ব্রাহ্মণবাড়িয়ার গল্প।
আলোচনার ছলে উঠে আসবে—
নদীর গতিপথ বদলের কথা,
ঐতিহ্যের অবমূল্যায়ন,
সংস্কৃতির বিকাশ,
এবং সেই মহাকাব্যিক আন্দোলন—বাংলাদেশের জুলাই বিপ্লব—
যেখানে প্রজন্ম জেড নিজেদের নতুন ইতিহাস লিখেছে।

আমরা চাই, বিতর্ক হোক আমাদের ভাষা।
যেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলবে—
“কেন নদী হারিয়ে যাচ্ছে?”
একজন স্কুল শিক্ষার্থী প্রশ্ন তুলবে—
“ইশা খাঁর স্বাধীনতা আজ কতটা বাস্তব?”
এবং সকলে মিলে বলবে—
“জুলাই বিপ্লব কেবল ইতিহাস না, এটি আমাদের চেতনা।”

এই উৎসব কেবল বিতর্ক নয়, এটি আমাদের সংস্কৃতির মঞ্চ।
এটি তিতাসের নোনা জলে ভেসে আসা গল্প।
এটি আলাউদ্দিন খাঁর সুরের ধ্বনি, ইশা খাঁর দ্রোহ,
এবং নতুন প্রজন্মের অধিকার আদায়ের কণ্ঠস্বর।
এটি সেই শিখা, যা জুলাই বিপ্লব এর মাধ্যমে জ্বলে উঠেছে,
এবং আমরা সেই আলোকে সামনে আনতে চাই বিতর্কের মাধ্যমে।

জেলা পরিষদ আয়োজিত -ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি (BDS) আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে—
বিদ্রোহের কণ্ঠস্বর ২০২৫ - আন্তঃস্কুল বিতর্ক উৎসবে,
যেখানে তর্ক হবে কেবল বিজয়ের জন্য নয়—
তর্ক হবে নিজের মাটি, সংস্কৃতি, ইতিহাস আর বিপ্লবকে ভালবেসে ছুঁয়ে দেখার।

আন্তঃস্কুল -
টিম ক্যাপ - ১২ (রিজিওনাল)
ফরম্যাট - বাংলা এপি
রেজ ফি - ৫১০৳(স্লট বুকিং )

তারিখ - ২৫ জুলাই, ২০২৫
(সেমিফাইনাল পর্যন্ত )

যেকোনো প্রয়োজনে,
০১৭৭২৯৯৯৩৮০
মুনতাসির হোসেন মাহিন,
সভাপতি,
ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি



Advertisement
Share with someone you care for!

Best of Agartala Events in Your Inbox