Event

পরিচ্ছন্ন হোক “উত্তরখান বাসতলা শাহ কবির মাজার রোড ও এর আশপাশ”

Advertisement

"গাড়ি আমার, বাড়ি আমার, রাখছি পরিষ্কার।
নোংরা করছি দেশের মাটি
দেশটা তবে কার?
এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার।"

আপনিও এগিয়ে আসুন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন "একটি ময়লাও যত্রতত্র নয়"।

যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ আপনাকে সচেতন করতেই BD Clean তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে BD Clean এর "পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন" এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১৮ জুলাই ২০২৫ তারিখ, শুক্রবার আমরা #BD_Clean_Dhaka উত্তর (১৭ নং জোন) আসছি "উত্তরখান বাসতলা শাহ কবির মাজার ''। এবার পরিচ্ছন্ন হবে '' উত্তরখান বাসতলা শাহ কবির মাজার ও এর আশপাশ''। চলে আসুন আপনিও, ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা। আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহ্বান। চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে। আমরা থাকবো আপনার অপেক্ষায়। ব্যবহার করুন #পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে হ্যাশ ট্যাগ, ছড়িয়ে দিন #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন বার্তা।
রিপোর্টিং টাইম: বিকাল ৩.০০-৩.৩০ মিনিট।
রিপোর্টিং লোকেশন: উত্তরখান বাসতলা।

আপনার অংশগ্রহন নিশ্চিত করতে আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৭.০০ টার মধ্যে আপনার মোবাইল নং পাঠিয়ে দিন BD Clean - Dhaka পেইজের ইনবক্সে, একইসাথে অবশ্যই ইভেন্ট পেজ এ পোষ্ট করুন আপনার মতামত, মন্তব্য ইত্যাদি।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি।
ইভেন্ট সম্পর্কিত তথ্য জানতে ও সদস্য হতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে বা যেকোনো প্রয়োজনে কল করুন:

01730048626
তমাল হোসেন
দায়িত্বশীল সদস্য, ১৭ নং জোন
বিডি ক্লিন - ঢাকা (উত্তর)
#BDClean #বিডিক্লিন #DreamToCleanBangladesh #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #LetsCleanlinessStartfromMe #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে #Awareness
#Cleanliness #pollution #planet #world #savebangladesh
#saveworld #PlasticPollution



Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox