Event

JUEC Presents: Environmental Treasure Hunt & Online Photography Contest

Advertisement

🌱✨ JUEC Presents: Environmental Treasure Hunt & Online Photography Contest ✨🌱


JUEC আয়োজন করছে দুটি বিশেষ ইভেন্ট—Environmental Treasure Hunt এবং Online Photography Contest।

যাদেরই ছোট বেলা থেকে আর্থার কোনান ডয়েল বা ফেলুদা পড়ার পর থেকে শখ ক্লু খুজে ডিটেকটিভ হয়ে ওঠার,সাথে এই প্রাণ ও প্রকৃতি নিয়েও সরব তাদের জন্য Environmental treasure hunt।

আর যারা সবসময়ই আমাদের চোখ যা দেখে সেটাকে আরো গভীরতম ভাবে প্রকাশ করতে হাতে তুলে নেয় লেন্স,তাদের ছবির মধ্যে মতপ্রকাশের জন্য Online photography contest.



📍 Environmental Treasure Hunt

🗓️ তারিখ: ৭ই আগস্ট

⏰ সময়: বিকাল ৩টা


ইভেন্ট শুরু হবে প্রতিটি অংশগ্রহণকারীকে ২ জনের টিমে ভাগ করার মাধ্যমে। প্রতিটি টিম পাবে একটি করে ক্লু, যা তাদের পরবর্তী লোকেশনের ইঙ্গিত দেবে। প্রতিটি লোকেশনে পৌছানোর পর তাদের করা হবে একটি environment-themed প্রশ্ন, যার সঠিক উত্তর দিলে তারা পাবে পরবর্তী ক্লু।


এভাবে ৪টি লোকেশন সফলভাবে উতরে ফাইনাল লোকেশনে যে টিম সবার আগে পৌঁছে ট্রেজার খুঁজে বের করবে, তারাই হবে বিজয়ী।


মোট সময়: ১ ঘণ্টা


প্রতি লোকেশনে পৌছানো শেষ টিমটি eliminate হয়ে যাবে


বিজয়ী হবে শুধুমাত্র একটিই টিম


*Environment themed যে প্রশ্ন করা হবে তার সিলেবাস পেজ থেকে ইভেন্ট এর আগেরদিন প্রকাশ করা হবে।ফোন বা গুগল ইউজ এলাউড না*



📸 Online Photography Contest


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা সবাই তার সৌন্দর্যের জন্য চিনি। কিন্তু “the other side of the coin”? যা কিছু আমাদের প্রিয় ক্যাম্পাসকে অসুন্দর করছে, যা নিয়ে আমাদের ভাবা উচিত, যা পরিবর্তন হওয়া দরকার—সেসব তুলে আনুন আপনার লেন্সে।


📌 থিমসমূহ:

1️⃣ Biodiversity of JU

2️⃣ Food and environment of JU

3️⃣ JU without masterplan

4️⃣ Pollution of JU

5️⃣ Any other alarming issue regarding JU


📷 নিয়মাবলী:


ছবি পোস্ট করতে হবে ইভেন্টের discussion সেকশনে।ছবি অবশ্যই উপরোক্ত থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


ছবির সাথে ২-৪ লাইনের একটি সারমর্ম যোগ করুন


যুক্ত করুন আপনার নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ এবং হ্যাশট্যাগ:

#JUEC_OPC_theothersideofJU


AI-generated বা heavily edited ছবি গ্রহণযোগ্য নয়


ছবির মান অবশ্যই ভালো হতে হবে।


১৪ জুলাই থেকে ৪ আগস্ট অবধি ছবি আপলোড করা যাবে।



🏆 পুরস্কার:

সেরা ৩টি ছবি পাবে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার।


💸 Participation Fee:

🌿 Treasure Hunt: মাত্র ৫০ টাকা

🌿 Online Photography Contest: কোনো ফি নেই


তাই দেরি না করে করে ফেলুন রেজিষ্ট্রেশন।

১ আগস্ট অবধি রেজিষ্ট্রেশন চলবে।

রেজিষ্ট্রেশন লিংক:


📍 https://docs.google.com/forms/d/1oqueUZPDGT6az9OVrVd4mnRyJr9HDU7rTOaALBB5rKM/edit?usp=drivesdk





Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox