Event

আষাঢ়ে আনন্দধারায় রাষ্ট্রবিজ্ঞান - ১৪৩২

Advertisement

“আষাঢ়ে আনন্দধারায় রাষ্ট্রবিজ্ঞান, ১৪৩২”

🗓️তারিখ:
২৯ শে আষাঢ়, ১৪৩২
(১৩ জুলাই ২০২৫, রবিবার)

⏰সময়:
দুপুর ২:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত

📍স্থান:
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৪র্থ তলা (লিফট-০৩)
সামাজিক বিজ্ঞান অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

🤔ইভেন্টের প্রেক্ষাপট:
রাষ্ট্রবিজ্ঞান শুধু তত্ত্বের বৃত্তে আবদ্ধ নয়—
এটি মানুষের চিন্তা, সংস্কৃতি এবং সৃজনশীলতার গভীর প্রবাহে বিকশিত হয়।
এই উপলব্ধিকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজন করতে যাচ্ছে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠান—যেখানে বর্ষা ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষক, শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীরা মেতে উঠবে সৃজনশীলতা, সৌন্দর্য, মনন ও সংস্কৃতির সেতুবন্ধনে।

মূল আয়োজনসমূহ:
✅ সংস্কৃতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিশেষ বক্তৃতা
✅ দেশ, সমাজ, প্রকৃতি ইত্যাদি বিষয়ক আবৃত্তি
✅ সৃজনশীল উপস্থাপনা
✅ সঙ্গীত পরিবেশনা
✅ নৃত্য পরিবেশনা
✅ নাটক/ নাটিকা
✅ সমাপনী বক্তৃতা।

👉উদ্দেশ্য:
- বর্ষা ও দেশীয় সংস্কৃতির সৌন্দর্য উদযাপন
- শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা উপস্থাপন
- বিভাগের মধ্যে সৃজনশীল সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধি


আমন্ত্রণ:
অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতির বহুমাত্রিকতা বাড়িয়ে তুলবে। আপনারা সকলেই আমন্ত্রিত।



Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox