Event

কবি হেলাল হাফিজ অন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা - ১৪৩২

Advertisement

“কেউ আসে কেউ যায়, থেকে যায় শুধু স্মৃতি...”

আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি কবি হেলাল হাফিজকে (১৯৪৮-২০২৪), যিনি তাঁর অমর সৃষ্টির মধ্য দিয়ে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন ; যাঁর কবিতা বাংলাদেশের মানুষের প্রেম, বিরহ, প্রতিবাদ ও স্বপ্নকে ধারণ করে যুগ যুগ ধরে প্রাসঙ্গিক।

এই মহান কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধ্বনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আয়োজন করতে যাচ্ছে 'কবি হেলাল হাফিজ অন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা– ১৪৩২'।

কবিতার ছন্দে, আবৃত্তির সুরে মুখরিত হতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ!

অনুষ্ঠানসূচি:

১. স্মৃতি সভা

২. আবৃত্তি প্রতিযোগিতা

৩. কুইজ

৪. ধ্বনি প্রযোজনা - 'পুনশ্চঃ আষাঢ়’

ধন্যবাদান্তে,

ধ্বনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

যোগাযোগ: 01611284944 ,01701062373
ধ্বনি, ০৯ নং কক্ষ, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা- ১৪ জুলাই, ২০২৫

অংশগ্রহণের নিয়মাবলী ও নিবন্ধন ফি:

•আবৃত্তি প্রতিযোগিতা: একক ও দলীয় (সর্বোচ্চ সময় ৩ মিনিট)
•কুইজ (বিষয়ঃ কবি ও কবিতা)

নিবন্ধন ফি: ১০০/-

নিবন্ধনের শেষ তারিখ : ১২ জুলাই , ২০২৫ ।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVYMwZCYh6Ft73R2nPb510u-0W_iyKqFMjWuYFLPfUlyCypg/viewform?usp=sharing&ouid=118188405795269149340



Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox