খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব, 21 November

খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব

Syfur Rahman Sajib

Highlights

Fri, 21 Nov, 2025 at 06:00 am

Sreemangal - শ্রীমঙ্গল

Advertisement

Date & Location

Fri, 21 Nov, 2025 at 06:00 am - Sun, 23 Nov, 2025 at 06:30 am (BST)

Sreemangal - শ্রীমঙ্গল

Srimongol, Maulvi Bazar, Sylhet, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব

খাসিয়াদের প্রধান উৎসব হল বর্ষ বিদাইয়ের ‘সেং কুটস্নেম’ উৎসব।
'খাসি সেং কুটস্নেম' মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং এতে খাসি জনগোষ্ঠীর বিভিন্ন পুঞ্জির প্রতিনিধিরা অংশ নেন। এই উৎসবে তারা প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নৃত্য ও গান পরিবেশন করেন এবং জুম চাষ ও জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।


'খাসি সেং কুটস্নেম' ফসল উৎপাদনের ওপর নির্ভর করে প্রতিবছর উৎসব উৎযাপিত হয়। ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নাচ ও গান এবং জুম চাষের পদ্ধতি প্রদর্শন করাই এর মূল আয়োজন।


এ বছর বার্ষিকী এই খাসি "সেং কুটস্নেম" উৎসবটি বর্ষবিদায় বর্ষ বরণ প্রশাসনের সহায়তায় পালিত হচ্ছে। পূর্ব প্রস্তুতীর অংশ হিসেবে মৌলভীবাজারে ২২শে নভেম্বর মাগুরছড়া খাসি (খাসিয়া) পুঞ্জির খেলার মাঠে অনুষ্ঠিত হবে। শীর্ষ পর্যায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও খাসি সোস্যাল কাউন্সিল নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন করার ব্যবস্থা হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।...


নিজেদের ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উদযাপিত হয় নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’।


বর্ষবিদায় ও নতুন বছরকে বরণে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নিবেন। মাঠের একপাশে খাসিদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মেলা বসে। সেখানে পোশাক ছাড়াও পান, তীর-ধনুক, বাঁশ-বেতের তৈরি নানা উপকরণ থাকে।


অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব নাচ-গান পরিবেশন করবেন। মেলা উপলক্ষে খাসিয়াদের নিজস্ব খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া খেলাধুলার আয়োজনও থাকবে।
বর্ষবিদায় ও নতুন বছর বরণের অনুষ্ঠানটি ঘিরে খাসি সম্প্রদায়ের সবাই একসঙ্গে জড়ো হয়ে উৎসবে মেতে ওঠে।


নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানাদির পাশাপাশি পান গুছানো ও বরশি দিয়ে মাছধরার প্রতিযোগিতাও থাকে। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
খাসি ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এতে সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নিবেন।


আমাদের পেজ ও গ্রুপে এড হয়ে থাকতে পারেন।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355
আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072
ইভেন্টটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদের ক্যম্পিং এ অংশ নেয়ার সুযোগ করে দিতে পারেন এবং পাশাপাশি INVITE করে বন্ধুদের বা নির্দিষ্ট কাওকে জানাতে পারবেন।



আমাদের আয়োজনঃ
=============
২১ তারিখ ভোরে ৬ টার ট্রেনে শ্রীমঙ্গল রওনা
বেলা ১২ টায় রিসোর্টে চেক ইন।
দুপুরের খেয়ে লাউয়াছড়া জঙ্গল ও চা বাগানে ঘুরাঘুরি
রাতের বিবিকিউ পার্টি রিসোর্টে

২২ তারিখ সকালে নাস্তা করে বেলা ১০ টা অনুষ্ঠানে যোগদান
সারাদিন অনুষ্ঠান উপভোগ
দুপুরের খাওয়ার আয়োজন এখানেই
৪ টায় আমরা রিসোর্টে গিয়ে সন্ধ্যার ট্রেনে ঢাকা বা রাতের বাসে ঢাকা রওনা।

২৩ তারিখ রবিবার ভোরে ঢাকায় পৌঁছানো।



ভ্রমন খরচঃ
জনপ্রতিঃ ৭০০০/-- টাকা
৫-৯ বছর পর্যন্ত ৫০০০/--
( ট্রেনে ক্যাবিন লাগলে আগে থেকে জানাতে হবে )
বুকিং শেষ সময় ১১ তারিখ
(ট্রেন টিকিট এর ১০ দিন আগে করতে হয়)


নিবন্ধন করার নিয়মাবলীঃ
================
যেতে আগ্রহী অবশ্যই ২০০০/- জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।

ব্যাংকঃ
অ্যাকাউন্টের নাম- Md Syfur Rahman Sajib
অ্যাকাউন্ট নম্বর 116 151 0020195
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
গুলশান ব্রাঞ্চ।

অথবা
পার্সোনাল বিকাশঃ
01711978072

(দয়াকরে বিকাশে টাকা পাঠালে খরচ সহ পাঠাবেন এবং পাঠানোর পর অবশ্যই উপোরোক্ত বিকাশ নাম্বারে আপনার নামঃ ঠিকানাঃ কন্টাক্ট নাম্বার সহ একটা এসএমএস করবেন। এবং বুকিং মানি অফেরতযোগ্য)


বিঃদ্রঃ
 সব থেকে জরূরী, ট্রিপ ডিটেইলস পুরোটা মন দিয়ে পড়া। এটা না পড়ে গেলে আপনর মাথায় না না বুদ্ধি এসে পরতে পারে।

 যেকোনো প্রয়োজনে আগে হোস্টকে জানাবেন, আপনার চাওয়া যথাসাধ্য ম্যানেজ করা হবে, সিদ্ধান্ত হোস্ট এর পরামর্শে নিতে হবে।


 যা যা সাথে নিবেন ঢাকা থেকেই নেয়ার চেষ্টা করবেন। লঞ্চে উঠার পরে জিনিসপত্র দাম দ্বিগুণ হয়ে যায়।


 প্রয়োজনে ভোরে ৫ টায় রওনা দিয়ে কমলাপুর এসে দাড়াবেন বা এসে ঘুরাঘুরি করতে পারেন।

 আশা করি আপনি বিস্তারিত জেনেই আমাদের সাথে যাচ্ছেন।



 সবসময় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।


যেকোনো প্রয়োজনেঃ
সজীব - ০১৭১১৯৭৮০৭২


ধন্যবাদ



=========================




খাসিয়াদের প্রধান উৎসব হল বর্ষ বিদাইয়ের ‘সেং কুটস্নেম’ উৎসব।
'খাসি সেং কুটস্নেম' মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং এতে খাসি জনগোষ্ঠীর বিভিন্ন পুঞ্জির প্রতিনিধিরা অংশ নেন। এই উৎসবে তারা প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নৃত্য ও গান পরিবেশন করেন এবং জুম চাষ ও জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।


'খাসি সেং কুটস্নেম' ফসল উৎপাদনের ওপর নির্ভর করে প্রতিবছর উৎসব উৎযাপিত হয়। ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নাচ ও গান এবং জুম চাষের পদ্ধতি প্রদর্শন করাই এর মূল আয়োজন।


এ বছর বার্ষিকী এই খাসি "সেং কুটস্নেম" উৎসবটি বর্ষবিদায় বর্ষ বরণ প্রশাসনের সহায়তায় পালিত হচ্ছে। পূর্ব প্রস্তুতীর অংশ হিসেবে মৌলভীবাজারে ২২শে নভেম্বর মাগুরছড়া খাসি (খাসিয়া) পুঞ্জির খেলার মাঠে অনুষ্ঠিত হবে। শীর্ষ পর্যায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও খাসি সোস্যাল কাউন্সিল নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন করার ব্যবস্থা হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।...


নিজেদের ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উদযাপিত হয় নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’।


বর্ষবিদায় ও নতুন বছরকে বরণে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নিবেন। মাঠের একপাশে খাসিদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মেলা বসে। সেখানে পোশাক ছাড়াও পান, তীর-ধনুক, বাঁশ-বেতের তৈরি নানা উপকরণ থাকে।


অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব নাচ-গান পরিবেশন করবেন। মেলা উপলক্ষে খাসিয়াদের নিজস্ব খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া খেলাধুলার আয়োজনও থাকবে।
বর্ষবিদায় ও নতুন বছর বরণের অনুষ্ঠানটি ঘিরে খাসি সম্প্রদায়ের সবাই একসঙ্গে জড়ো হয়ে উৎসবে মেতে ওঠে।


নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানাদির পাশাপাশি পান গুছানো ও বরশি দিয়ে মাছধরার প্রতিযোগিতাও থাকে। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
খাসি ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এতে সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নিবেন।


আমাদের পেজ ও গ্রুপে এড হয়ে থাকতে পারেন।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355
আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072
ইভেন্টটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদের ক্যম্পিং এ অংশ নেয়ার সুযোগ করে দিতে পারেন এবং পাশাপাশি INVITE করে বন্ধুদের বা নির্দিষ্ট কাওকে জানাতে পারবেন।



আমাদের আয়োজনঃ
=============
২১ তারিখ ভোরে ৬ টার ট্রেনে শ্রীমঙ্গল রওনা
বেলা ১২ টায় রিসোর্টে চেক ইন।
দুপুরের খেয়ে লাউয়াছড়া জঙ্গল ও চা বাগানে ঘুরাঘুরি
রাতের বিবিকিউ পার্টি রিসোর্টে

২২ তারিখ সকালে নাস্তা করে বেলা ১০ টা অনুষ্ঠানে যোগদান
সারাদিন অনুষ্ঠান উপভোগ
দুপুরের খাওয়ার আয়োজন এখানেই
৪ টায় আমরা রিসোর্টে গিয়ে সন্ধ্যার ট্রেনে ঢাকা বা রাতের বাসে ঢাকা রওনা।

২৩ তারিখ রবিবার ভোরে ঢাকায় পৌঁছানো।



ভ্রমন খরচঃ
জনপ্রতিঃ ৭০০০/-- টাকা
৫-৯ বছর পর্যন্ত ৫০০০/--
( ট্রেনে ক্যাবিন লাগলে আগে থেকে জানাতে হবে )
বুকিং শেষ সময় ১১ তারিখ
(ট্রেন টিকিট এর ১০ দিন আগে করতে হয়)


নিবন্ধন করার নিয়মাবলীঃ
================
যেতে আগ্রহী অবশ্যই ২০০০/- জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।

ব্যাংকঃ
অ্যাকাউন্টের নাম- Md Syfur Rahman Sajib
অ্যাকাউন্ট নম্বর 116 151 0020195
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
গুলশান ব্রাঞ্চ।

অথবা
পার্সোনাল বিকাশঃ
01711978072

(দয়াকরে বিকাশে টাকা পাঠালে খরচ সহ পাঠাবেন এবং পাঠানোর পর অবশ্যই উপোরোক্ত বিকাশ নাম্বারে আপনার নামঃ ঠিকানাঃ কন্টাক্ট নাম্বার সহ একটা এসএমএস করবেন। এবং বুকিং মানি অফেরতযোগ্য)




বিঃদ্রঃ
 সব থেকে জরূরী, ট্রিপ ডিটেইলস পুরোটা মন দিয়ে পড়া। এটা না পড়ে গেলে আপনর মাথায় না না বুদ্ধি এসে পরতে পারে।

 যেকোনো প্রয়োজনে আগে হোস্টকে জানাবেন, আপনার চাওয়া যথাসাধ্য ম্যানেজ করা হবে, সিদ্ধান্ত হোস্ট এর পরামর্শে নিতে হবে।


 যা যা সাথে নিবেন ঢাকা থেকেই নেয়ার চেষ্টা করবেন। লঞ্চে উঠার পরে জিনিসপত্র দাম দ্বিগুণ হয়ে যায়।


 প্রয়োজনে ভোরে ৫ টায় রওনা দিয়ে কমলাপুর এসে দাড়াবেন বা এসে ঘুরাঘুরি করতে পারেন।

 আশা করি আপনি বিস্তারিত জেনেই আমাদের সাথে যাচ্ছেন।



 সবসময় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।


যেকোনো প্রয়োজনেঃ
সজীব - ০১৭১১৯৭৮০৭২


ধন্যবাদ


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





খাসিয়াদের প্রধান উৎসব হল বর্ষ বিদাইয়ের ‘সেং কুটস্নেম’ উৎসব।
'খাসি সেং কুটস্নেম' মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং এতে খাসি জনগোষ্ঠীর বিভিন্ন পুঞ্জির প্রতিনিধিরা অংশ নেন। এই উৎসবে তারা প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নৃত্য ও গান পরিবেশন করেন এবং জুম চাষ ও জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।


'খাসি সেং কুটস্নেম' ফসল উৎপাদনের ওপর নির্ভর করে প্রতিবছর উৎসব উৎযাপিত হয়। ঐতিহ্যবাহী পোশাক পরে আদি নাচ ও গান এবং জুম চাষের পদ্ধতি প্রদর্শন করাই এর মূল আয়োজন।


এ বছর বার্ষিকী এই খাসি "সেং কুটস্নেম" উৎসবটি বর্ষবিদায় বর্ষ বরণ প্রশাসনের সহায়তায় পালিত হচ্ছে। পূর্ব প্রস্তুতীর অংশ হিসেবে মৌলভীবাজারে ২২শে নভেম্বর মাগুরছড়া খাসি (খাসিয়া) পুঞ্জির খেলার মাঠে অনুষ্ঠিত হবে। শীর্ষ পর্যায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও খাসি সোস্যাল কাউন্সিল নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন করার ব্যবস্থা হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।...


নিজেদের ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উদযাপিত হয় নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’।


বর্ষবিদায় ও নতুন বছরকে বরণে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নিবেন। মাঠের একপাশে খাসিদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মেলা বসে। সেখানে পোশাক ছাড়াও পান, তীর-ধনুক, বাঁশ-বেতের তৈরি নানা উপকরণ থাকে।


অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব নাচ-গান পরিবেশন করবেন। মেলা উপলক্ষে খাসিয়াদের নিজস্ব খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া খেলাধুলার আয়োজনও থাকবে।
বর্ষবিদায় ও নতুন বছর বরণের অনুষ্ঠানটি ঘিরে খাসি সম্প্রদায়ের সবাই একসঙ্গে জড়ো হয়ে উৎসবে মেতে ওঠে।


নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানাদির পাশাপাশি পান গুছানো ও বরশি দিয়ে মাছধরার প্রতিযোগিতাও থাকে। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
খাসি ‘সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। এতে সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জির সদস্য ছাড়াও দেশ-বিদেশের পর্যটকরা অংশ নিবেন।


আমাদের পেজ ও গ্রুপে এড হয়ে থাকতে পারেন।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355
আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072
ইভেন্টটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদের ক্যম্পিং এ অংশ নেয়ার সুযোগ করে দিতে পারেন এবং পাশাপাশি INVITE করে বন্ধুদের বা নির্দিষ্ট কাওকে জানাতে পারবেন।



আমাদের আয়োজনঃ
=============
২১ তারিখ ভোরে ৬ টার ট্রেনে শ্রীমঙ্গল রওনা
বেলা ১২ টায় রিসোর্টে চেক ইন।
দুপুরের খেয়ে লাউয়াছড়া জঙ্গল ও চা বাগানে ঘুরাঘুরি
রাতের বিবিকিউ পার্টি রিসোর্টে

২২ তারিখ সকালে নাস্তা করে বেলা ১০ টা অনুষ্ঠানে যোগদান
সারাদিন অনুষ্ঠান উপভোগ
দুপুরের খাওয়ার আয়োজন এখানেই
৪ টায় আমরা রিসোর্টে গিয়ে সন্ধ্যার ট্রেনে ঢাকা বা রাতের বাসে ঢাকা রওনা।

২৩ তারিখ রবিবার ভোরে ঢাকায় পৌঁছানো।



ভ্রমন খরচঃ
জনপ্রতিঃ ৭০০০/-- টাকা
৫-৯ বছর পর্যন্ত ৫০০০/--
( ট্রেনে ক্যাবিন লাগলে আগে থেকে জানাতে হবে )
বুকিং শেষ সময় ১১ তারিখ
(ট্রেন টিকিট এর ১০ দিন আগে করতে হয়)


নিবন্ধন করার নিয়মাবলীঃ
================
যেতে আগ্রহী অবশ্যই ২০০০/- জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।

ব্যাংকঃ
অ্যাকাউন্টের নাম- Md Syfur Rahman Sajib
অ্যাকাউন্ট নম্বর 116 151 0020195
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
গুলশান ব্রাঞ্চ।

অথবা
পার্সোনাল বিকাশঃ
01711978072

(দয়াকরে বিকাশে টাকা পাঠালে খরচ সহ পাঠাবেন এবং পাঠানোর পর অবশ্যই উপোরোক্ত বিকাশ নাম্বারে আপনার নামঃ ঠিকানাঃ কন্টাক্ট নাম্বার সহ একটা এসএমএস করবেন। এবং বুকিং মানি অফেরতযোগ্য)


বিঃদ্রঃ
 সব থেকে জরূরী, ট্রিপ ডিটেইলস পুরোটা মন দিয়ে পড়া। এটা না পড়ে গেলে আপনর মাথায় না না বুদ্ধি এসে পরতে পারে।

 যেকোনো প্রয়োজনে আগে হোস্টকে জানাবেন, আপনার চাওয়া যথাসাধ্য ম্যানেজ করা হবে, সিদ্ধান্ত হোস্ট এর পরামর্শে নিতে হবে।


 যা যা সাথে নিবেন ঢাকা থেকেই নেয়ার চেষ্টা করবেন। লঞ্চে উঠার পরে জিনিসপত্র দাম দ্বিগুণ হয়ে যায়।


 প্রয়োজনে ভোরে ৫ টায় রওনা দিয়ে কমলাপুর এসে দাড়াবেন বা এসে ঘুরাঘুরি করতে পারেন।

 আশা করি আপনি বিস্তারিত জেনেই আমাদের সাথে যাচ্ছেন।



 সবসময় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।


যেকোনো প্রয়োজনেঃ
সজীব - ০১৭১১৯৭৮০৭২


ধন্যবাদ



১১১১১১১১১১১১১


You may also like the following events from Syfur Rahman Sajib:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Sreemangal - শ্রীমঙ্গল, Srimongol,Maulvi Bazar, Sylhet, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Syfur Rahman Sajib

Syfur Rahman Sajib

2 Followers

Are you the host? Claim Event

Advertisement
খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব, 21 November
খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব
Fri, 21 Nov, 2025 at 06:00 am