"শীতের হিমেল ছোঁয়ায় জেগেউঠুক উৎসবের গান,
শিশিরভেজা মুহূর্তে জমুক অনাবিল আনন্দের টান…"
এই কাব্যিক মন্ত্রকে সার্থক করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ। ১২ই ডিসেম্বর, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই দিনব্যাপী "শীত উৎসব ১৪৩২" আয়োজনে থাকছে শিল্পের বর্ণিলতা ও লোকজ ঐতিহ্যের এক অসাধারণ সংমিশ্রণ।
শুভ্র শীতের নরম আলোয় উদ্বোধনী আয়োজন-এর মধ্য দিয়ে শুরু হবে উৎসব, যেখানে আন্তরিকতার সাথে নতুনদের বরণ করে নেওয়া হবে নবীন বরণ পর্বের মাধ্যমে। এরপর পুরো প্রাঙ্গণ সেজে উঠবে শিল্পীর নিপুণ হাতে মঞ্চসজ্জা, রাস্তা আল্পনা, পুকুর সজ্জা, দেয়াল চিত্র ও আলোকসজ্জায় চারুকলার আঙ্গিনা হয়ে উঠবে শিল্পের স্বর্গভূমি। দিনভর চলবে সৃজনশীলতার মুক্তধারা, যেখানে শিল্পীরা অংশ নেবেন
আর্ট ক্যাম্প-এ এবং শিক্ষার্থীরা তাদের নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শনী-তে। মাঠের এক কোণে দেশীয় স্বাদের পিঠা মেলা আর আকর্ষণীয় স্টল স্থাপন ও বিন্যাস-এর মধ্য দিয়ে বসবে লোকজ পণ্যের হাট। দুপুরের পর ফিরিয়ে আনা হবে আমাদের শেকড়ের ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সন্ধ্যা নামতেই মূল মঞ্চে শুরু হবে হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, যার সমাপ্তি ঘটবে এক জমজমাট কনসার্টের উদ্দাম সুরের মূর্ছনায়।
তারিখঃ ১২ই ডিসেম্বর, ২০২৫
সময়ঃ সকাল ৯:০০ টা থেকে রাত ১০:০০ টা
স্থানঃ চারুকলা অনুষদ প্রাঙ্গন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
শীতের এই শৈল্পিক আয়োজনে "শীত উৎসব ১৪৩২"-এর প্রতিটি মুহূর্ত আপনার জন্য অপেক্ষমাণ। ১২ই ডিসেম্বর চারুকলা প্রাঙ্গণে শিল্পের মুক্তধারা, পিঠার সুঘ্রাণ আর কনসার্টের আনন্দ ভাগ করে নিতে, সপরিবারে ও বন্ধুদের নিয়ে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।