Event

আওয়াজ

Advertisement

জুলাই ২০২৪, এক স্বরণীয় মাস,স্মরণীয় বছর।যে সময়ের সাথে প্রত্যেক বাংলাদেশীর আবেগ জুড়ে আছে। এবং প্রত্যেকের কাছে একটি গর্বের বিষয় হয়ে থাকবে চিরদিন। এক নতুন, স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নে রয়েছি আমরা।

তাই এই যুগান্তকারী জুলাই'২৪ অভ্যুত্থান এর সম্মানে, কণ্ঠস্বর আবৃত্তি দল কর্তৃক ২য় বারের মতো আয়োজন করা হচ্ছে আবৃত্তি এবং লেখা প্রতিযোগিতা "আওয়াজ"।
আওয়াজ শুধু শব্দ বা ধ্বনি নয়, আওয়াজ হচ্ছে প্রতিবাদ, মত প্রকাশ এবং সামাজিক পরিবর্তনের ডাক। তরুণ প্রজন্মের এই প্রতিবাদী আওয়াজ উঠে আসুক আপনাদের আবৃত্তিতে আপনাদের লেখায়।

প্রতিযোগিতার দুইটি বিভাগ রয়েছে।
১.আবৃত্তি প্রতিযোগিতা
২.লেখা প্রতিযোগিতা

আবৃত্তি প্রতিযোগিতার নিয়মাবলি :
১. কণ্ঠস্বর আবৃত্তি দলের ১৪-১৬ ব্যাচের সকল সদস্যদের জন্য উন্মুক্ত।
২.পছন্দ অনুযায়ী যেকোনো লেখা অথবা কবিতা আবৃত্তি করা যাবে।
৩.বিচারকগণের ফলাফল অনুযায়ী বিজয়ী (১ম,২য়,৩য়) ঘোষণা করা হবে।
৪. বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
৫. কোনো রেজিস্ট্রেশন ফি নেই।


লেখা প্রতিযোগিতার নিয়মাবলি:
১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩-১৬ তম ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
২.লেখা জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ জুলাই,২০২৫, রাত ১২:০০ টা।
৩. নিম্নোক্ত গুগোল ফর্মে পিডিএফ আকারে আপনাদের লেখা পাঠাতে হবে। পিডিএফ ফাইলের শেষ পাতায় নিজের নাম, বিভাগ,ব্যাচ, রোল উল্লেখ করতে হবে।
৪.লেখার ৩ টি সেগমেন্ট রয়েছে- কবিতা, ছোট গল্প এবং প্রবন্ধ। লেখার প্রেক্ষাপট ৬ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ কেন্দ্রীক হতে হবে।একজন প্রতি সেগমেন্টে সর্বোচ্চ একটি করে লেখা পাঠাতে পারবে।
৫. অংশগ্রহণকারী প্রত্যেককে লেখা জমা দেওয়ার পাশাপাশি নিজ নিজ টাইমলানে লেখা গুলো পোস্ট করতে হবে।
৬.পোস্টে #কন্ঠস্বর #আওয়াজ এবং কণ্ঠস্বরের অফিসিয়াল পেজ মেনশন দেওয়া বাধ্যতামূলক।
৭.বিচারকদের ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদের লেখাগুলো কণ্ঠস্বর প্রকাশিত ম্যাগাজিনে প্রকাশ করা হবে।
৮. কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

আবৃত্তি প্রতিযোগিতার তারিখ: ৩১ শে জুলাই, ২০২৫
সময় : বিকাল ৪:০০ ঘটিকা
স্থান : গ্যালারি ২, পাবিপ্রবি।

রেজিস্ট্রেশন ফর্ম লিংক : https://forms.gle/Q7EY5LniXjKFJz3z7

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।



Advertisement
Share with someone you care for!

Best of Rajshahi Events in Your Inbox