Event

Free Webinar: AWS for Everyone: Leveraging Cloud Without Programming

Advertisement

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/RBWfAtA7Am9fxE4h7

ক্লাউড কম্পিউটিংয়ের বিশাল সম্ভাবনায় ইন্টারেস্টেড, কিন্তু প্রোগ্রামিং নলেজ না থাকায় কনফিউশনে ভুগছেন? আপনার বিজনেস বা পার্সোনাল কারণে ক্লাউডের পাওয়ারফুল সব সার্ভিসগুলো ইউজ করতে চান, কিন্তু কোডিংয়ের কমপ্লেক্স দুনিয়ায় পা রাখতেই ভয়?

ক্লাউড কম্পিউটিংয়ের এই দুনিয়ায় আপনাকে টিকিয়ে রাখতে ইন্টারেক্টিভ কেয়ারস আপনার জন্য নিয়ে আসছে একটি স্পেশাল ফ্রি ওয়েবিনার!

টপিক: AWS for Everyone: Leveraging Cloud Without Programming
ডেট: ১ আগস্ট, ২০২৫। রাত ৯:৩০ মিনিট। প্ল্যাটফর্ম: Zoom

ওয়েবিনারে স্পিকার হিসেবে থাকছেন-
Mohammad Mahmud Hasan
Machine Learning Engineer II Optimizely

আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে ক্লাউড কম্পিউটিং খুবই দরকারি। Amazon Web Services (AWS) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিস্তৃত ক্লাউড প্ল্যাটফর্ম; যা স্টোরেজ, ডেটাবেস, অ্যানালিটিক্স, মেশিন লার্নিং-সহ অসংখ্য সার্ভিস অফার করে। অনেকেই মনে করেন ক্লাউড ইউজ করতে হলে প্রোগ্রামিং জানতে হয়, কিন্তু এটি একটি ভুল ধারণা! এই ওয়েবিনারটি আপনাকে দেখাবে কীভাবে প্রোগ্রামিং স্কিল ছাড়াই AWS-এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করে আপনার কাজকে আরও সহজ এবং নিজেকে আরও স্কিলড করে তুলতে পারবেন।

এই ফ্রি ওয়েবিনারে আপনি যা শিখবেন:
- AWS এবং ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক: ক্লাউড কী, AWS কেন এত জনপ্রিয় এবং এর মেইন সার্ভিসগুলো সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া।
- প্রোগ্রামিং ছাড়া AWS-এর ব্যবহার:
১। S3 (Simple Storage Service): ফাইল স্টোরেজ, ওয়েবসাইট হোস্টিং এবং ডেটা ব্যাকআপ।
২। EC2 (Elastic Compute Cloud): ভার্চুয়াল সার্ভার ম্যানেজমেন্ট
৩। RDS (Relational Database Service): ডেটাবেস বিল্ড ও ম্যানেজমেন্ট (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক)।
৪। CloudFront: ফাস্ট কন্টেন্ট ডেলিভারি এবং ওয়েবসাইটের পারফরম্যান্স অপ্টিমাইজেশন।
৫। IAM (Identity and Access Management): ইউজার এবং পারমিশন ম্যানেজমেন্টের মাধ্যমে সিকিউরিটি কনফার্ম করা।
- AWS কনসোল নেভিগেশন: AWS ম্যানেজমেন্ট কনসোল ইউজ করে সার্ভিসগুলো কীভাবে অ্যাক্সেস ও কনফিগার করবেন।

এই ওয়েবিনারটি কাদের জন্য?
- টেক প্রফেশনাল
- স্টুডেন্ট
- প্রজেক্ট ম্যানেজার
- উদ্যোক্তা

প্রোগ্রামিং ছাড়াই যদি ক্লাউড ইউজ করতে চান, আমাদের ফ্রি ওয়েবিনার আপনার জন্যে বেস্ট অপশন! AWS-এর S3, EC2, IAM-এর মতো সার্ভিসগুলো কীভাবে ব্যবহার করবেন, ফাইল স্টোরেজ, ওয়েবসাইট হোস্টিং, ডেটা ম্যানেজমেন্ট – সবকিছু শিখবেন ফ্রি সেশনটিতে।

দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন! সিট লিমিটেড!!



Advertisement
Share with someone you care for!

Best of norrköping Events in Your Inbox