Event

রক্তদান উৎসব ও স্বাধীনতা দিবস উদযাপন

Advertisement

🇮🇳 স্বাধীনতা দিবস ও রক্তদান শিবির - ১৫ আগস্ট ২০২৫ 🇮🇳
আয়োজনে: অংকুর (একটি স্বেচ্ছাসেবী সংস্থা)

আসন্ন ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, আমরা উদযাপন করতে চলেছি আমাদের জাতীয় গর্বের দিন — ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে অংকুর আয়োজন করেছে একটি রক্তদান শিবির, যেখানে অংশগ্রহণ করে আপনার রক্তের অমূল্য দান দিয়ে আপনি এক বা একাধিক প্রাণ বাঁচাতে পারেন।

আমাদের বিশ্বাস, স্বাধীনতা মানে শুধু নিজের অধিকারে নয়, বরং অন্যের জীবনে আশার আলো জ্বালানোও। তাই এই দিনটি শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনেই সীমাবদ্ধ না রেখে, আমরা চাই এক মানবিক বার্তা ছড়িয়ে দিতে — “রক্ত দাও, জীবন বাঁচাও।”



Advertisement
Share with someone you care for!

Best of Burdwan Events in Your Inbox