Event

Classical Night By Noor's Event

Advertisement



অনুষ্ঠান পরিচিতি

১৭ই জুলাই, সন্ধ্যায় যাত্রা বিরতির গ্যালারিতে আমরা একসঙ্গে বসব এক শান্ত, সুরভরা মুহূর্ত ভাগ করে নিতে — বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের সাথে।

এটা কোনো কনসার্ট না, বরং একটা অনুভব। হারিয়ে যাওয়া সুর, রাগ-তাল আর বেহাগের আবেশে ডুবে যাওয়ার একটা সুযোগ। যাঁরা গাইবেন, বাজাবেন — তাঁরা এই সঙ্গীতকে শুধু শেখেননি, ভালোবেসেছেন। তাঁদের সুরে থাকবে সাধনার ঘ্রাণ, হাজার বছরের ঐতিহ্যের ছোঁয়া।

চাইলেই হয়তো প্রতিদিন এইরকম সঙ্গীত শোনা যায় না। তাই এই সন্ধ্যাটা একটু আলাদা — একটু ধীর, একটু গভীর। শহরের কোলাহল থেকে একটু দূরে, নিজের ভেতরের সেই শান্ত জায়গাটায় পৌঁছানোর একটা আমন্ত্রণ।

যদি সঙ্গীতকে শুধু বিনোদন নয়, আত্মার ভাষা ভাবেন — তাহলে এই সন্ধ্যা আপনার জন্য।

🎶 শিল্পীবৃন্দ:

সূত্রধর অর্জুন — সরোদ

অমিয় গহন চৌধুরি— কণ্ঠ ও হারমোনিয়াম

সোহিনী মজুমদার — সেতার
তবলা সহযোগিতা: সুপান্থ মজুমদার

শৌনক দেবনাথ (Wreek) — সারেঙ্গি
তবলা সহযোগিতা: কুমার প্রতিবিম্ব

🎟️ টিকিট মূল্য:

স্টুডেন্ট: ৬০০ টাকা

রেগুলার: ৮০০ টাকা

📞 টিকিট বুকিং ও বিকাশ নম্বর: 01300-558750






Advertisement
Share with someone you care for!

Best of Dhaka Events in Your Inbox