Event

Valley of Flowers Trek

Advertisement

Valley of Flowers ���� - A heaven on Earth

যাঁরা প্রকৃতি, ফুল , সুন্দর ট্রেইল আর পাহাড় ভালোবাসেন—এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক ঠিক তাঁদের জন্যই। ��
আলপাইন ফুলে ভরা গালিচার মতো ট্রেইল, বরফঢাকা শৃঙ্গ, ঝর্ণার কলধ্বনি আর অফবিট অভিজ্ঞতা—সব একসাথে এক সফরে।

Date Of Journey 28th July to 2nd August . Train On 26th July from howrah .

সমুদ্রপৃষ্ঠ থেকে 3352 থেকে 3658 মিটার উপরে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের মৃদু ল্যান্ডস্কেপ পূর্বে নন্দা দেবী ন্যাশনাল পার্কের রুক্ষ পাহাড়ী প্রান্তরকে পরিপূরক করে। একসাথে, তারা জান্সকার এবং গ্রেট হিমালয়ের পর্বতমালার মধ্যে একটি অনন্য রূপান্তর অঞ্চলকে ঘিরে রেখেছে । পার্কটি 87.50 কিমি 2 বিস্তৃতি জুড়ে বিস্তৃত এবং এটি প্রায় 8 কিমি দীর্ঘ এবং 2 কিমি চওড়া। পার্কটি সম্পূর্ণভাবে নাতিশীতোষ্ণ আলপাইন অঞ্চলে অবস্থিত। উভয় উদ্যানই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ (223,674 হেক্টর) এর মধ্যে রয়েছে যা আরও একটি বাফার জোন (5,148.57 কিমি 2 ) দ্বারা বেষ্টিত। নন্দা দেবী ন্যাশনাল পার্ক রিজার্ভ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত ।

� Day 1: ঋষিকেশ থেকে গোবিন্দঘাট

Day 2: গোবিন্দঘাট থেকে পুলনা হয়ে ঘাঙ্গারিয়া – পুলনা পৌঁছে ট্রেক শুরু। রাতে ঘাঙ্গারিয়া থাকা।

Day 3: ঘাঙ্গারিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স – সকালে ট্রেক শুরু, দিনভর ফুলে ভরা উপত্যকার সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে ঘাঙ্গারিয়া

Day 4: ঘাঙ্গারিয়া থেকে হেমকুণ্ড সাহিব – বিশ্বের সবচেয়ে উঁচু গুরদ্বারার পথে ।সাথে ব্রহ্মকমল, ব্লু পপি আরও অনেক রকমের বাহারি ফুল �

Day 5: ঘাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট

Day 6: গোবিন্দঘাট থেকে ঋষিকেশ – রুদ্রপ্রয়াগ হয়ে ফিরে যাত্রা শেষ।

তাই আর না ভেবে বেরিয়ে পড়ুন , পাহাড় ডাকছে তাঁকে কি উপেক্ষা করা যায়ে? @chandannagar_trekkers_hut এর পক্ষ থেকে আয়োজিত এই ট্রেক আপনাদের সারাজীবন এর এক অনন্য স্মৃতি হয়ে থাকবে

বুকিং এর জন্য যোগাযোগ করুন - 8240280184 (whatsapp ) / 7980823859 (call )



Advertisement
Share with someone you care for!

Best of Rishikesh Events in Your Inbox