Event

'দৃশ্যছায়া' এর ১৪ বছর পূর্তি

Advertisement

সংস্কৃতি সুধী,

শুভাকাঙ্ক্ষী হিসেবে কিংবা উখিনু/ফ্ল্যাট স্টোরিজ টিমের সাথে আপনার অভিজ্ঞতা হয়তো বা টক-ঝাল-মিষ্টি ছিল। আমরা একটা পুনর্মিলনীর চিন্তা করছি আমাদের 'দৃশ্যছায়া' এর ১৪ বছর পূর্তির দিনে অর্থাৎ আগামী ৩০ জুন। আমরা জানি ব্যস্ত সময়ে সময় কারো কাছে থাকে না। সময় বের করে নিতে হয়। আশা করি দেখা হচ্ছে 'দৃশ্যছায়া' এর বর্ষপূর্তি আনন্দ সভায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে। আমাদের এবারের এই আয়োজনটিতে একই সাথে থাকছে ঋত্বিক ঘটকের জন্মশত বার্ষিকী উদযাপন।

বিকেল ৩.১৫তে 'তিতাস একটি নদীর নাম' সিনেমার রিমাস্টার ভার্সন স্ক্রিনিং দিয়ে আমাদের আয়োজন শুরু। আয়োজনের ধারাবাহিকতায় আরও থাকবে ঋত্বিক ঘটককে নিয়ে সেমিনার, সিনে লিটল ম্যাগ 'সুতরাং' এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক সন্ধ্যা এবং 'দৃশ্যছায়া সম্মাননা ২০২৫' প্রদান।

তো দেখা হচ্ছে?



Advertisement
Share with someone you care for!

Best of Chittagong Events in Your Inbox