Event

আলোর প্রত্যাশা

Advertisement

📚✨ আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
📍স্থান: চট্টগ্রাম সিআরবি | 🗓️ তারিখ: ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার | 🕕 সময়: সন্ধ্যা ৬টা

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডা। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলোর প্রত্যাশা পত্রিকার সম্পাদক কবি সেলিম তালুকদার আকাশ।
উপস্থাপনায় ছিলেন সিনিয়র সহসভাপতি কবি সালাম সৌরভ।

🎤 বক্তব্য রাখেন:

কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া

সাংবাদিক জাহেদ কায়সার

অনন্য ধারা সম্পাদক রুনা তাসমিনা


🎉 অতিথি বক্তারা:

বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী

লায়ন শওকত উল ইসলাম

নাট্যকার সোহেল মাহরুফ

শিক্ষক ও সংগঠক কুতুবউদ্দিন বকতেয়ার

পুলিশ কর্মকর্তা ওসমান গনি

অভিনেতা বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।


🎙️ কবিতা, আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন:
শবনম ফেরদৌসী, স্মরণিকা চৌধুরী, উত্তম কুমার দাশ, প্রতিমা দাশ, ও অভিলাষ মাহমুদ ।

সভায় সিদ্ধান্ত হয়:
আগামী জুলাইয়ে বর্ষা বিষয়ক অনুষ্ঠান ও আলোর প্রত্যাশা বর্ষ সংখ্যা প্রকাশ করা হবে। পাশাপাশি সদস্য সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও গৃহীত হয়।

💫 সাহিত্য ও সংস্কৃতির ছায়ায়, সম্প্রীতির আলোয় আলোকিত এক সন্ধ্যা!

#আলোরপ্রত্যাশা #সাহিত্যআড্ডা #ঈদপুনর্মিলনী #ChattogramEvents #বাংলাসাহিত্য


🌙📖



Advertisement
Share with someone you care for!

Best of Chittagong Events in Your Inbox