TALKS ON SPIRITUALISM

TALKS ON SPIRITUALISM

TALKS ON SPIRITUALISM

Time
Tue Oct 01 2024 at 03:00 pm to 04:00 pm
(GMT+05:30)

Nehru Children's Museum, Nehru children's museum, 94/1, Jawaharlal Nehru Rd, Maidan, Kolkata, West Bengal 700020, India

Advertisement

TALKS ON SPIRITUALISM | Event in Kolkata | AllEvents.in About the event TALKS ON SPIRITUALISM

অধ্যাত্মবাদ নিয়ে এবার বসা যাক তাহলে।

 

আমরা কেউ ঈশ্বরে বিশ্বাসী কেউ বা নয়। ঈশ্বরবাদীতার সাথে অধ্যাত্মবাদের সম্পর্ক আছে কি? ধর্ম ও অধ্যাত্মবাদ কি সমর্থক? পূজা অর্চনার সাথে অধ্যাত্মবাদের সম্পর্ক কোথায়? মৌলবাদীতার সাথে অধ্যাত্মবাদের যোগ আছে কি? কখন পূজা অর্চনা OCD (obsessive compulsive disorder) বা Religious mania – য় পরিবর্তিত হয়? অধ্যাত্মবাদ কি আমাদের মন শান্ত করে সুখ আনে?  নিরীশ্বরবাদী লোকেরা কারা? এঁরা কি অধ্যাত্মবাদী হতে পারেন?

 

এরকম হাজারো প্রশ্ন আমাদের মধ্যে সর্বদা ঘোরা ফেরা করে। উত্তর খুঁজতে আমরা যার যার ধর্মের ধর্মগুরুর কাছে যাই। তিনি তাঁর উপলব্ধি জ্ঞান ও মনন থেকে উত্তর দেন।

 

আমরা একটু অন্য ভাবে ভাবছি।

 

আগামী ১লা অক্টোবর ২০২৪ যে দিনটা United Nations কর্তৃক স্বীকৃত International Day of Older Persons হিসাবে পালিত হয় সেই বিশেষ দিনে কলকাতার এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের অডিটরিয়ামে বিকাল ৩ টেয় অধ্যাত্মবাদের উপর একটি সেমিনার ও প্যানেল ডিসকাসনের আয়োজন করা হয়েছে শুধুমাত্র প্রবীণ প্রবীণাদের জন্য।

 

নাঃ আমরা কোন ধর্মের ধর্মগুরুকেই আমন্ত্রণ জানাচ্ছি না আলোচনার জন্য।  

 

বিভিন্ন কলেজের সাইকোলজি ও ফিলোজফির অধ্যাপক ও বিশেষজ্ঞদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবনায় ব্যখ্যা ও বক্তব্য শোনার জন্য। আপনাদের প্রশ্নের উত্তরও তাঁরা দেবেন। কোন নির্দিষ্ট ধর্মমতের উপর এই সেমিনার হবে না। কোন নির্দিষ্ট ধর্ম নিয়ে আলোচনার স্থান এটি নয়। যে কোন ধর্মের মানুষকে তাই স্বাগত জানাই। 

 

১। বিষয়ঃ অধ্যাত্মবাদের মনস্তত্ব, বক্তাঃ ডাঃ শ্রাবণী চ্যাটার্জী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাইকোলজি

২। বিষয়ঃ প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের নিরীখে অধ্যাত্মবাদ, বক্তাঃ প্রফেসর ডাঃ সোমনাথ দত্ত, ফিলোসফি

৩। বিষয়ঃ মনোবিজ্ঞানীদের চোখে অধ্যাত্মবাদ, বক্তাঃ ডাঃ গৌরাঙ্গ মিত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাইকোলজি

৪। বিষয়ঃ নিরীশ্বরবাদীর চোখে অধ্যাত্মবাদ, বক্তাঃ ডাঃ অমিতাভ দে সরকার, নিরীশ্বরবাদী

৫। বিষয়ঃ  অধ্যাত্মবাদ কি এবং কেন, বক্তাঃ শ্রী সুদীপ বসু, সজানাই। 

 

টিকিট মূল্য রাখা হয়েছে মাথা পিছু অফেরতযোগ্য ১০০ টাকা। টিকিট কাটার পর এই অনুষ্ঠানে আসতে না পারলে টাকা ফেরত পাবেন না বা অন্য কোন অনুষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। টিকিট কাটার লিঙ্ক দেওয়া হল নিচে। টিকিট কাটার শেষ তারিখ ২৮শে সেটেম্বর ২০২৪। শেষ তারিখের আগে টিকিট শেষ হয়ে গেলে আমাদের কিছু করার থাকবে না।

 

সরাসরি অনুষ্ঠানে এসে টিকিট কাটতে চাইলে মাথা পিছু ৫০০ টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে।

 

অনুষ্ঠান শেষে সামান্য জল খাবারের আয়োজন আছে। অল্প কিছু গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে। 

 

টিকিট কাটার লিঙ্কঃ

 

THIKANA SHIMLA

A Welfare Organization for the Elderly

Ashoknagar Near Habra N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394

dGhpa2FuYV9zaGltbGEgfCB5YWhvbyAhIGNvICEgaW4=

E mail: www.thikanashimla.in

6.9.24




m

m

m

are Interested in this event,
How about you?
Yes
No
Undo
Interested
Nearby Hotels Nehru Children's Museum, Nehru children's museum, 94/1, Jawaharlal Nehru Rd, Maidan, Kolkata, West Bengal 700020, India
Report a problem ?

Date & Time

Tue Oct 01 2024 at 03:00 pm to 04:00 pm
(GMT+05:30)

Location

Nehru Children's Museum, Nehru children's museum, 94/1, Jawaharlal Nehru Rd, Maidan, Kolkata, West Bengal 700020, India

Host Details
Thikana Shimla ✅
About The Host:
A Welfare Organisation for the Elderly. Senior Living Accommodation: Stay 1 day to life long, Mainly sick persons entertained. At ASHOKNAGAR, HABRA M: 9330843394. Reg. S/1L/85111. Awarded FIRST PRIZE at 2007 by BOSTON PLEDGE, USA and BNCCI, Kolkata.
Website Link: www.thikanashimla.in

Are you the host?
Advertisement