Dhaka Makers returns this November with Crafted by Makers: Workshop Series! This event aims to showcase a vibrant arts & craft culture while promoting learning, play, and mindful creation through hands-on workshops.It flips the idea of “arts & craft” from something only artists or experts do, to something everyone can experience. When you roll clay, tie-dye fabric, weave threads, or stitch patterns- you’re not just attending a workshop, you’re stepping into the identity of a Maker!
Event Details:
Workshop Series: Crafted by Makers
Date: 13 - 16 November, 2025
Venue: Shala Neighbourhood Art Space, Aloki,
211, Gulshan - Tejgaon Link Road, Dhaka -1208
__________________________________________________________________
🎨 Dhaka Makers আয়োজন করছে “Crafted By Makers” : Workshop Series
এটা কোনো মার্কেটপ্লেস, মেলাও না। এটা শেখা আর তৈরি করার আনন্দকে উদযাপনের আয়োজন, একদমই ওয়ার্কশপ ভিত্তিক!
এই আয়োজনের লক্ষ্য আমাদের রঙিন আর্ট ও ক্রাফট সংস্কৃতিকে শেখা, খেলা আর মনোযোগী সৃষ্টির মাধ্যমে সবার সামনে তুলে ধরা।
এই সিরিজের মূল ভাবনা হলো, “আর্টস অ্যান্ড ক্রাফটস” শুধু শিল্পী বা এক্সপার্টদের জন্য না। আপনি যখন মাটি গড়ন, কাপড় টাই-ডাই, সুতা বুনোন বা ডিজাইন সেলাই করেন — তখন আপনি নিজেও এক Maker হয়ে উঠছেন!
ইভেন্টের তথ্য:
Workshop Series: Crafted By Makers
সময়: ১৩–১৬ নভেম্বর, ২০২৫
স্থান: Shala: Neighbourhood Art Space, Aloki
২১১, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮
Also check out other Workshops in Dhaka, Arts events in Dhaka.