প্রিয় ভেসপাহোলিকস্,
“বাংলাদেশ ভেসপা ডেজ ২০২৫” এ আপনাদের সকলকে আমন্ত্রণ।বিগত বছরগুলোর ন্যায় এ বছরও ভেসপা ক্লাব বাংলাদেশ এই ইভেন্ট টির আয়োজন করতে যাচ্ছে।
ইভেন্টের বিস্তারিত:
ইভেন্ট কবে?
১৯ এবং ২০ ডিসেম্বর ২০২৫ (শুক্র এবং শনিবার)
ইভেন্ট কোথায়?
শালবন গ্রীন রিসোর্ট, গাজীপুর। (এটি একটি ৩ তারকা সম-মানের রিসোর্ট)
রেজিস্ট্রেশন ফি কত?
রেজিস্ট্রেশন ফি ৫৫০০ টাকা
সময় (১২ই নভেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত)
(আসন সংখ্যা সীমিত, আসন পূরন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে)
কি কি পাচ্ছি?
ইভেন্ট টি-শার্ট,স্যুভেনির, সাংস্কৃতিক আয়োজন, এসি শেয়ারিং রুমে থাকার ব্যবস্থা,সুইমিং পুলে ঝাপাঝাপির ব্যবস্থা,দুদিন সকালের নাস্তা সহ দুপুর,বিকেল এবং রাতের খাবার সহ ইত্যদি।
কে কে যেতে পারবে?
রেজিস্ট্রেশন করে যে কেও যেতে পারবে।কেও স্ব-পরিবারে যেতে চাইলে সেটাও পারবেন।(পরিবার নিয়ে গেলে থাকার সু-ব্যবস্থা আছে)(প্রত্যেকের আলাদা ভাবে ফর্ম পূরন করে রেজিস্ট্রেশন করতে হবে)
কিভাবে রেজিস্ট্রেশন করব?
প্রথমে 01675114281 নাম্বারে বিকাশ এর মাধ্যমে ৫৫০০ টাকা পাঠিয়ে নীচের গুগল ফর্মটি পূরন করতে হবে। বিকাশ টাকা পাঠানোর ক্ষেত্রে রেফারেন্স অপশনে দয়া করে vcbvespadays2025 এবং নিজের নাম লিখে দিবেন।
https://forms.gle/oE92PajvHLZUNJ8Z7
(কেউ ব্যাঙ্ক ট্রান্সফার করতে চাইলে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ করা গেল)
রেজিস্ট্রেশনের শেষ দিন কবে?
৮ই ডিসেম্বর ২০২৫।
আরও বিস্তারিত জানতে কিংবা রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতার মুখোমুখি হলে সরাসরি কল করে কথা বলুন 01817019448 কায়সার; 01675114281 মেহেদী; 01710551784 চঞ্চল; 01989254699 আহাদ।ফোনে না পেলে উক্ত নাম্বারে ম্যাসেজ করে রাখুন,উনারা দ্রুততম সময়ে কল-ব্যাক করবেন।