আজকের ভোক্তারা শুধু ক্রেতা নয় তারা সচেতন, তারা সংবেদনশীল। তারা এমন ব্র্যান্ড খোঁজে, যেটা তাদের জীবনের মানে স্পর্শ করে, শুধু ব্যবহার নয়, উপকারে আসে।
তাই স্বাস্থ্য এখন আর শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়; এটি হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। একজন ব্র্যান্ড যদি মানুষের সুস্থতা, মানসিক প্রশান্তি ও দৈনন্দিন স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব না দেয়, তবে সে আর বাজারে টিকতে পারবে না।
এই বাস্তবতায়, এমন ব্র্যান্ডই এগিয়ে যাবে যে ব্র্যান্ড ভোক্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যত্ন, সহানুভূতি আর সমাধানের ভিত্তিতে। সুতরাং, আজকের মার্কেটারদের দায়িত্ব শুধু বিক্রি নয় দরকার ভালো থাকা, ভালো রাখার গল্প বলা। এই আলোকেই "Building Brands that Heal, Harness & Harmonize" থিম নিয়ে।আয়োজিত হতে যাচ্ছে "ACI Nutrilife Presents Health & Well-being Marketing Fest 2.0 Powered by Shukhee and Akij Health+ in association with AKS Khan Pharmaceuticals Ltd."
এই প্রোগ্রামটি সাজানো হয়েছে বর্তমান সময়ে ব্র্যান্ড এবং ভোক্তাদের বাস্তবতাকে মাথায় রেখে। এখানে থাকবে
🔹 ১টি কী-নোট সেশন
🔹 ২টি ইনসাইট সেশন
🔹 ১টি কেস স্টাডি
🔹 ৩টি প্যানেল ডিসকাশন
🔹 ১টি ফায়ারসাইড চ্যাট
সেসানগুলোতে আলোচনায় থাকবেন:
ফুড, স্বাস্থসেবা, ফার্মা, অলটারনেটিভ মেডিসিন ও ওয়েলনেস সেক্টরের প্রধান নির্বাহী, স্ট্র্যাটেজিস্ট, চিফ মার্কেটিং অফিসার, চিকিৎসক, উদ্যোক্তা, হেড অফ মার্কেটিং, ও এজেন্সি পেশাজীবীরা।
এখানে আরও থাকবে-
• এক্সক্লুসিভ নেটওয়ার্কিং
• অ্যাকশনেবল ইনসাইট
• কিউরেটেড গুডিব্যাগ
• স্ন্যাক্স এবং বাফেট ডিনার
• ইন্টারেকশন
• CMO Bangladesh ২য় ইস্যু
এটি শুধুমাত্র একটা ফেস্ট নয়, এটি দিনবদলের একটি মুভমেন্ট। যেখানে ব্র্যান্ড মানে শুধু ব্যবসা নয়, মানুষের প্রতি দায়বদ্ধতা। আসুন একসাথে তৈরি করি আমাদের দেশের স্বাস্থ্য সম্পর্কিত মার্কেটিং এর রুপরেখা।
🎟 রেজিস্ট্রেশন লিংক:
https://t.ly/iQibW
📞 যোগাযোগ করুন: 01711400185
আসন সীমিত। এখনই আপনার টিকিট সংগ্রহ করুন।
Title Sponsor: ACI Nutrilife,
Powered by: Shukhee, Akij Health+,
In Association with: AKS Khan Pharmaceuticals Ltd.,
Platinum Partner: ISPAHANI Blender’s Choice, Bangladesh Association of Pharmaceutical Industries (BAPI)
Partners: Rice: ACI Nutrilife Brown Rice, Safe Flour: ACI Nutrilife Oats Atta, Cooking Oil: ACI Nutrilife Rice Bran Oil, Nutrition Partner: Shokti+, Women Hygiene: Senora, Diaper: MumMum, Honey: ACI Pure Honey, Wipes: NeoCare Baby Wipes, Tissue: Partex Clean Tissue, Kids Well-being: Togumogu, Reproductive Health: Norix 1, Contraceptive: Sensation, Medical Tourism: HealthExpert, Packaging: The Plasticity, Hospitality: Renaissance Hotel, Publication Partner: CMO Bangladesh, PR Partner: Pharma World, Event Partner: BrandGear
‘Health & Well-being Marketing Fest’ ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের একটি ভিশনারি উদ্যোগ।
You may also like the following events from Brand Practitioners Bangladesh:
Also check out other
Health & Wellness events in Dhaka,
Festivals in Dhaka,
Kids events & activities in Dhaka.