এই ট্যুরে যারা যাবেন এই ব্যাপারে ১০০% নিশ্চিত হয়েই গোয়িং বাটনে ক্লিক করবেন। ট্যুরের আপডেট পেতে চাইলে ইন্টারেস্টেড বাটনে ক্লিক করে রাখুন। এটি একটি ভ্রমণ পোকা(
https://www.facebook.com/groups/133773823931384/) গ্রুপের ইভেন্ট।
ইভেন্ট ফীঃ ৫০,০০০ টাকা । (কাপল হইলে ৩ হাজার বাড়বে জন প্রতি)
বুকিং ফিঃ ৪০,০০০ টাকা (অফেরত যোগ্য)
(( ট্রিপ সাইজঃ ৯/২৬ জন ))
((আমরা কিভাবে, কবে, কোথায় যাবো? )))
দিন ০০ঃ ঢাকা থেকে ইন্ডীগোর বিকালের ফ্লাইটে চেন্নাই হয়ে ৫ ঘন্টার ট্রাঞ্জিট নিয়ে কলোম্ব রাত ২ টায় নেমে যাব।
দিন ০১: রাত ২ টার নেমে বের হইতে হইএত ৪ টা বাজবে গাড়ী নিয়ে চলে যাব ক্যান্ডি সাইডসিং করে এর পর নুরাইয়া এলিয়া সাইডসিং করবো। যা শ্রীলংকার সুইজারল্যান্ড । এখানে কিছু সময় পার করে চলে যাব এল্লা। নেমে হোটেল চেক ইন করে এল্লার রাতের লাইফ ইঞ্জয় করবো।
দিন ০২ঃ সকালে উঠে চলে যাব শ্রীলংকার ঐতিহাসিক যায়গা নাইন আর্চার ব্রিজ। যেখানে সব ট্যুরিস্টদের মিলন মেলায় পরিনত হয় ট্রেন আসার সময়। আমরাও সেখানে মিলত হব। এর পর নাস্তা করে আশে পাশে সুন্দর রিসোর্ট দেখে চলে আসবে মিরিসাতে। মাঝে থাকবে ৫-৬ ঘন্টার জার্নি। মিরিসা হচ্ছে শ্রীলংকার সব চেয়ে পপুলার বিচ। আজ এই খানেই থাকব। বিচের মজা নিব।
দিন ০৩ঃ আজ লেট চেকআউট করে দুপুরে খাবার খেয়ে চলে যাব গল ফোর্ট যা আরেকটু সুন্দর যায়গা। বিকেল কাটিয়ে চলে যাব কলোম্ব। রাতটা কলোম্ব গল ফেস দেখে হোটেলে।
দিন ০৪:
আজ সকালে উঠে কলোম্ব সাইডসিং। এর পর কেউ শপিং করতে চাইলে করবে। এরপর সন্ধ্যা বা রাতের ফ্লাইটে চেন্নাই হয়ে ঢাকা।
দিন ০০ বিকালে ঢাকা।
(( এই টাকায় যা যা থাকছে ))
১। যাওয়া আসা ইন্ডিগো এর টিকেট। (৩০৫০০ এর বেশী হলে আপনাকে দিতে হবে)
২। স্টান্ডার্ড হোটেলে রাত্রী যাপন। এক রুমে ৩ জন
৩। সকালের ব্রেকফাস্ট (৩দিন)
৪। সকল প্রকার সাইডসিং
৫। সকল প্রকার ট্রান্সপোর্ট
(( এই টাকায় যা যা থাকছে না))
১। ভিসা ফী ৩০০০ টাকা।
২। সকালের নাস্তা বাদে ৪ দিনের খাবার
৩। এন্ট্রী লাগলে সেটা।
৪। কোন প্রকার ডে প্যাকেজ নিলে সেটার খরচ।
৫। উপরে উল্লেখিত নাই এমন খরচ।
(( প্রয়োজনীয়ঃ))
১) ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট।
২। করোনা ২টিকা কমপক্ষে দেওয়া।
সতর্কতাঃ
১। কোনো প্রকার মাদক বহন অথবা খাওয়া যাবে না। প্রমাণিত হলে তৎক্ষণাৎ বহিষ্কার গ্রুপ থেকে।
২। কারো সম্মান নষ্ট হয় এমন কোনো আচরন করা যাবে না।
৩। স্থানীয়দের সাথে অবশ্যই ভাল ব্যবহার করতে হবে।
৪। একা একা গ্রুপ লিডারের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না।
৫। যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মানিয়ে নেওয়ার মন মানুষিকতা থাকতে হবে।
৬। অবশ্যই অবশ্যই গ্রপ লিডারের কথা মেনে চলার মন মানুশিকতা থাকতে হবে। নিজে ইচ্ছা করলেই অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না।
৭। যেহেতু ভিন্ন দেশে যাচ্ছি। তাই সকল নিয়ম কানুন সঠিক ভাবে মেনে চলতে হবে।
আপনাকে ৪০০০০ টাকা দিয়ে বুকিং দিতে হবে। যা অফেরত যোগ্য।
আমাদের অফিসে এসে টাকা জমা দিতে পারবেন।
ঠিকানাঃ Razzak Plaza (8th Floor), Room no. 7
1 New Eskaton Road,
Moghbazar Circle, Dhaka-1217
বুকিং দেওয়ার নিয়মঃ
bkash: 01712022695 (personal )
(বিকাশের খরচ আপনার নিজে বহন করতে হবে)
অথবা ব্যাংকেও দিতে পারবেনঃ
A/C No. 1028640467031
MD. Lovelu Islam
IFIC Bank Ltd.
North Brook Hall Road Branch, Dhaka
ট্যুর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
Lovelu Islam: 01712022695