কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন #Cox's Bazar, 25 September

কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন #Cox's Bazar

ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel"

Highlights

Thu, 25 Sep, 2025 at 09:00 pm

ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel"

Advertisement

Date & Location

Thu, 25 Sep, 2025 at 09:00 pm (BST)

ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel"

Hotel Jannat Res, Dakkhinkhan Road, ঢাকা, বাংলাদেশ, Anul, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন #Cox's Bazar
#কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন_প্রতি_বৃহস্পতিবার_আমাদের টুর থাকে.
আমরা ভ্রমণ সঙ্গীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি, মেয়েদের জন্য ও আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি, সুতরাং ছেলে-মেয়ে,ছাত্র-ছাত্রী,কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে জয়েন করতে পারেন,#আগে_বুকিং_দিলে_আগে_সিট_পাবেন ।
সায়দাবাদ_থেকে_কক্সবাজার
★ কাপল - ৩৭৫০+৩৭৫০=৭৫০০ টাকা (Couple Room ১রুমে 2 জন)
★ সিঙ্গেল – ২৭৯৯ টাকা (১রুমে ২টা Double Bed ৪ জন করে থাকার)
#আগে_বুকিং_দিলে_আগে_সিট_পাবেন
❑ যা যা দেখবোঃ
১ম দিন
কক্সবাজার ,সুগন্ধা পয়েন্ট , লাবনী পয়েন্ট , ঝাউবাগান সি বীচ
২য় দিন
হিমছড়ি , হিমছড়ি পাহাড় , ইনানি বিচ,
মেরিন ড্রাইফ (চাঁদের গাড়ি আলোচনা সাপেক্ষে)
#ইভেন্টে_যা_যা_থাকছে-
★ঢাকা টু কক্সবাজার আসা যাওয়া রিজার্ভ বাস ( চেয়ার কোচ বাস)
★মোট ৫ বেলার খাবার খরচ।
★কক্সবাজার থাকার জন্য হোটেল / রিসোর্ট রাত্রি যাপন, এক রুমে ২টা Double Bed ৪ জন করে থাকার।
#ইভেন্টে_যা_যা_থাকছে_নাঃ-
★কোনো প্রকার বাক্তিগত খরচ।
★হাইওয়েতে খাবার।
#খাবারের_তালিকা : ৫ বেলা খাবার
১ম দিন
★সকালের নাস্তা পরটা ডিম বাজি অথবা ভুনা খিচুরী।
★ দুপুরে সাদা ভাত ,মুরগি ডাল ভর্তা সালাত।
★রাতে মোরগ পোলাউ ।
২য় দিন
★সকালের নাস্তা পরটা ডিম বাজি অথবা ভুনা খিচুরী।
★দুপুরে সাদা ভাত মাছ/মুরগি ভর্তা ডাল সালাত।
#বিস্তারিত_ট্যুর_প্ল্যানঃ
#(যাত্রা শুরু): রাত ৯:০০ ঘটিকায় ঢাকা থেকে রিজার্ভ গাড়িতে করে কক্সবাজারের উদ্দৈশ্যে যাত্রা শুরু করবো।
#(১ম দিন) সকালে কক্সবাজার পৌছিয়ে যাবো, এরপর ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে নিবো,১০/১১ টার দিকে হোটেলে উঠে, সকলের রুম বুজিয়ে দেয়া হবে।তারপর চলে যাব কলাতলী,সুগন্ধা এবং লাবনী বিচে,সেখানে সমুদ্রে গা ভাসিয়ে গোসল করে ফটোশুট করে দুপুর ১টার মধ্যে আমরা দুপুরের খাবার পর্ব শেষ করে সবাই হোটেলে একটু বিশ্রাম নিব।বিকেল ৪ টার দিকে সবাইকে এক সাথে নিয়ে ব্রীচের আশে পাশে ঘুরাঘুরি করব এবং বীচের সূর্য্য অস্ত্য দেখে ,যে যার মত ঘুরা ফেরা করতে চলে জাব।রাত ১০ টার মধ্যে সবাইকে খাবারের জন্য চলে আসতে হবে রাতের খাবারে পর্ব শেষ করে, চাইলে বিশ্রাম নিতে পারবেন না হয় বীচে গিয়ি সময় কাটাতে ,গান বাজনা আনন্দ করতে পারবেন।
#(২য় দিন) ভোরে উঠে সবাইকে নিয়ে বীচে চলে আসব(যার যার ইচ্ছে হবে)।সকালে সাগড় পাড়ের প্রকৃতী দেখে চলে আসব নাস্তার জন্য এবং সকলে নাস্তা পর্ব শেষ করে ১১ টার মধ্যে চেক আউট করতে হবে । আপনাদের প্রয়োজনীয় জিনিস পত্র রাখার জন্য আমাদের একটি জাইগা বরাদ্ধ থাকিবে। ১ টার মধ্যে দুপুরের খাবারের পর্ব শেষ করে সবার সাথে কথা বলে হিমছড়ি ও ইনানী যাব ওখানে যাওয়া বাধ্যতা মূলক না। যারা যাবেন তাদের নিজ খরচে যেতে হবে।খরচ জন প্রতি আসা যাওয়া ১৫০ টাকার লাগবে অটো রিস্কাতে,৩০০ টাকা জিপ গারিতে করে।যারা যাবেন তাদের কে নিয়ে ইনানী সূয্য অস্ত দেখবো।তারপর আমরা সন্ধ্যার ৭/৮ টার আগেই কক্সবাজার ফিরে এসে,ফ্রশ হইয়ে,৮/৯ ঘটিকায় রিজার্ভ গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
#(শেষ দিন) সব কিছু ঠিক থাকলে ভোর ৬/৭ টার মধ্যেই আমরা ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থাকবো ইনশা-আল্লাহ!
#কনফার্মেশন_সিস্টেমঃ 💥
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ১৫৩০ টাকা। অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।(অফেরতযোগ্য)
আগে বুকিং দিলে আগে সিট পাবেন- এ ভিত্তিতে সিট প্ল্যান করা হবে।মেয়েদের অগ্রাধিকার বেশী থাকবে।
#যেভাবে_বুকিং_দিবেনঃ 💥
বিকাশ নাম্বার: 01727434567(পার্সোনাল)-অবশ্যই বিকাশ চার্জ সহ প্রদান করতে হবে।
নগদ নাম্বার: 01727434567(পার্সোনাল)-অবশ্যই নগদ চার্জ সহ প্রদান করতে হবে।
বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে ও পরে ফোন কল করে আপনার নামটি নিশ্চিত করুন।
অথবা টেক্সট/ইনবক্স করে বা ইভেন্টে পোস্ট দিয়েও জানাতে পারেন।
ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন 💥
Bank Name: Dutch Bangla Bank Limited 🏦🏧
Account Name: ALF INTERNATIONAL
Account Number: 1051100054177
Branch Name: Motijheel Branch
-----------------
Bank Name: City Bank 🏦🏧
Branch Name: Motijheel Branch
Account Name: MR SALIM AKBAR
Account Number: 2302798115001
------------------
Islami Bank. 🏦🏧
A/C No.20501020209339116
Name: MR SALIM AKBAR
Branch : Local Office,Motijheel Dhaka
# অথবা হোস্টের সঙ্গে দেখা করেও টাকা জমা দিতে পারেন।
# অবশিষ্ট টাকা গাড়ি ছাড়ার সময় দিতে হবে।
# এটি ভ্রমন প্রেম এর একটি বানিজ্যিক ইভেন্ট। পরিস্থিতি বিবেচনায় ইভেন্টের যেকোন প্রকার পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার পূর্ণ ক্ষমতা ভ্রমন প্রেম সর্বসত্ত্ব সংরক্ষন করে।
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ
বিশেষভাবে_খেয়াল_করুনঃ 💥
# সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
# মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
# কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
# বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
# টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বুকিং এর শেষ দিনঃ আসন খালি থাকা সাপক্ষে বুকিং চলবে।
আসন সংখ্যাঃ ৪০জন।(রিজার্ভ বাস চেয়ার কোচ নন এসি সার্ভিস)
★ সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/vromonprem
# বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
📲যোগাযোগ🔥
🔥Admin : Prem Salim
🔥 https://www.facebook.com/premsalim
🔥Mr.Salim Akbar
🔥Call: +8801821838888,+8801727434567
🔥Whatsapp/Imo 📞+8801727434567
🔥Office Address: 104,Globe Chamber,Motijheel,Dhaka 1000

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

ভ্রমন প্রেম - Vromon Prem "Love To Travel", Hotel Jannat Res, Dakkhinkhan Road, ঢাকা, বাংলাদেশ,Anul, Dhaka, Bangladesh

Just a heads up!

We have gathered all the information for you in one convenient spot, but please keep in mind that these are subject to change. We do our best to keep everything updated, but something might be out of sync. For the latest updates, always check the official event details by clicking the "Find Tickets" button.

Get updates and reminders
Advertisement
কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন #Cox's Bazar, 25 September
কক্সবাজার_২৭৯৯_টাকা_আসা_যাওয়া_৫_বেলা_খাবার_হোটেলএ_রাত্রি_যাপন_সহ_ভ্রমন_৩_রাত_২_দিন #Cox's Bazar
Thu, 25 Sep, 2025 at 09:00 pm