ডিসেম্বরের শীতে নিঝুম দ্বীপ ক্যাম্পিং-এ টিম- The Tour Bees🐝(১১), 11 December

ডিসেম্বরের শীতে নিঝুম দ্বীপ ক্যাম্পিং-এ টিম- The Tour Bees🐝(১১)

F.A. Bithee

Highlights

Thu, 11 Dec, 2025 at 05:00 pm

নিঝুম দ্বীপ

Advertisement

Date & Location

Thu, 11 Dec, 2025 at 05:00 pm - Mon, 15 Dec, 2025 at 06:00 am (BST)

নিঝুম দ্বীপ

হাতিয়া, নোয়াখালী, Bhola, Chittagong, Bangladesh, Comilla

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

ডিসেম্বরের শীতে নিঝুম দ্বীপ ক্যাম্পিং-এ টিম- The Tour Bees🐝(১১)
নিঝুম দ্বীপে ক্যাম্পিং~ The Tour Bees এর সাথে,,, 🐝

এটি The Tour Bees এর অফিশিয়াল ট্রিপ। এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউই যেতে পারবেন।

পেইজ লিংক: https://www.facebook.com/tourbeesbd/

গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/420073488896414/?ref=share

বিস্তারিত পড়ে ভালো লাগলে Going বাটনে ক্লিক করুন। শিউর না হলে Interested বাটনে ক্লিক করলেই এই ট্যুরের আপডেট পেয়ে যাবেন। 🫰
----------------------------------------------------------
৪ রাত ৩ দিনে ট্যুরের বিস্তারিত প্ল্যান :
★ গন্তব্য : নিঝুম দ্বীপ।
★ ভ্রমণ তারিখ : ১১ তারিখ বিকাল ৫ টায় লঞ্চে করে রওনা।
★ ফেরার তারিখ :১৫ তারিখ সকাল ৬ টায়।

#এটি_একটি_ক্যাম্পিং_ট্যুর। এই ট্যুরে আমরা নিঝুম দ্বীপের নামা বাজার সমুদ্র সৈকতে ক্যাম্পিং করে ২ রাত থাকবো।

★ জন প্রতি খরচ : ৫৬০০/- টাকা।
(যারা কেবিন নিতে চান সেক্ষেত্রে কেবিনের দাম যোগ হবে ।আর যারা নিঝুম দ্বীপে হোটেলে আলাদা রুম নিতে চান সেক্ষেত্রে ইভেন্ট ফি আলোচনা সাপেক্ষে বাড়বে)। আপনার তাঁবু , কাঁথা বালিশ কম্বল সবই থাকছে এই প্যাকেজ এর ভিতরে।

★ ট্রিপ সাইজঃ ২০ জন।
★ কনফার্ম করার শেষ তারিখ সিট থাকা পর্যন্ত।
★ মেীখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩০৬০/- টাকা (অফেরত যোগ্য) পাঠাতে হবে, কিংবা আমাদের অফিসে জমা দিয়ে যেতে হবে।

★ টাকা পাঠানোর উপায়ঃ
+8801625320232 (বিকাশ)
বিকাশ করার ফোন দিয়ে অবশ্যই কনফার্মেশন করে নিবেন।

#উল্লেখ্য , এটি একটি লঞ্চ জার্নি। এই জন্য আমরা ৪ ধরণের ব্যবস্থা রেখেছি।
০১. ডেকে বসে (এ জন্য আপনাকে চাদর বা কাথা সাথে করে নিতে হবে)
০২. শেয়ার কেবিন (ডাবল কেবিনে ৪ জন করে)
০৩. চেয়ারে বসে
০৪. নিজস্ব কেবিন (সিঙ্গেল বা ডবল)
যে যেভাবে যেতে চান সেভাবেই ইভেন্ট খরচ নির্ধারিত হবে।


#এই ট্যুরে যা_যা_দেখবোঃ
** যাত্রা পথে অসংখ্য নদী।
** হাতিয়া।
** চৌধুরী খাল।
** নিঝুম দ্বীপের ম্যানগ্রোভ বন।
** নিঝুম দ্বীপ ওয়াচ টাওয়ার।
** কবিরাজ চর।
** নামার বাজার সমুদ্র সৈকত ছাড়াও আরো অনেক কিছু।

#ভ্রমণ_পরিকল্পনা :
লঞ্চে আমরা হাতিয়ার উদ্যেশ্যে আমাদের যাত্রা শুরু করব।


-- সকাল ৬:৩০ এর দিকে আমরা হাতিয়ার তমুরুদ্দি ঘাটে নেমে সকালের নাস্তা করে রিসার্ভ ট্রলারে নিঝুম দ্বীপের নামার বাজারের উদ্দেশ্যে রওনা দিবো।
-- ১১ টার মধ্যে আমরা নামার বাজারে পৌঁছে চলে যাবো নামার বাজার সংলগ্ন সী বীচে -- এবং সী বীচে নির্ধারিত স্থানে আমাদের তাবু সেট করে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করে দুপুরের খাবার খেয়ে নিবো।
-- দুপুরের খাবারের পরে যে যার তাঁবুতে বিকেল পর্যন্ত বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব ফুটবল নিয়ে -- সন্ধ্যা পর্যন্ত চলবে বিচ ফুটবল এবং মেয়েদের জন্যেও থাকবে মজার গেইম।
-- সন্ধ্যার পরেই জলে উঠবে ক্যাম্পফায়ার -- এবং ক্যাম্পফায়ার ঘিরে গানের আসর।
-- রাত ৮ টার দিকে শুরু হবে বার বি কিউ -- সবাই মিলে বার বি কিউ করে ফেলবো ১০ টার মধ্যে -- বার বি কিউ এবং গরম পরোটা দিয়ে রাতের খাবার খেয়ে যে যার তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ব। যেহেতু আমাদের ক্যাম্পিং সী বীচেই -- কেউ চাইলে মাঝরাত পর্যন্ত কাটিয়ে দিতে পারেন বিচের বিচেই আড্ডাবাজি করে।


-- খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাবো ছোয়াখালী হরিনের পাল দেখার উদ্যেশ্যে।
-- হরিণ দেখে ক্যাম্পসাইটে ফিরে সকালের খাবার খেয়ে কিছু সময় ক্যাম্পে কাটিয়ে রিসার্ভ ট্রলারে ঘুরে দেখবো পুরো নিঝুম দ্বীপ এবং নিঝুম দ্বীপের চরগুলি।
-- দুপুরে ফিরে এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো।
-- দুপুরের খাবারের পরে ক্যাম্পে ফিরে বিকেল নাগাদ ক্যাম্পে বিশ্রাম নিয়ে সন্ধ্যের আগে দলবেঁধে বিচ ধরেই হেটে চলে যাবো নিঝুম দ্বীপের মূল সি বিচে -- বঙ্গোপসাগরের শুরু যেখান থেকে। সূর্যাস্তের সময় এই জায়গাটার সৌন্দর্য লিখে বোঝানো সম্ভব নয়। বিচের মাঝখানে কয়েকটা মানুষের মতো দলবেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটা খেজুর গাছ। সেই গাছের উপর থেকেই সমুদ্রের মাঝে বিলীন হয়ে যাচ্ছে সূর্য।
-- সন্ধ্যার পরে ক্যাম্পসাইটে এসে আবার শুরু হবে ক্যাম্পফায়ার -- গানের আসর --- ফানুশ উড়ানো।


এই দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠবো সবাই।
-- সকালের খাবার খেয়ে ক্যাম্প গুছিয়ে -- স্থানীয় সবাইকে বিদায় জানিয়ে ট্রলারে আবার হাতিয়ার উদ্যেশ্যে যাত্রা শুরু করবো।
-- হাতিয়া থেকে দুপুর ১২ টার লঞ্চে ঢাকার উদ্যেশ্যে যাত্রা শুরু করবো।

-- ইনশাআল্লাহ সকাল ৬ টার মধ্যে ঢাকায় চলে আসবো।

*** এই ইভেন্ট ফিয়ের মধ্যে যা যা থাকবে --

-- ঢাকা থেকে হাতিয়া -- হাতিয়া থেকে ঢাকা লঞ্চের ডেকের টিকেট। (কেউ কেবিনে থাকতে চাইলে তার ভাড়া এক্সট্রা এড হবে। এবং আমাদের এ ব্যাপারে আগে ইনফর্ম করতে হবে।)
-- হাতিয়া থেকে নিঝুম দ্বীপ এর ট্রলার ভাড়া।
-- নিঝুম দ্বীপে ঘুরে দেখার জন্য ট্রলার ভাড়া।
-- অভ্যন্তরীণ যোগাযোগের মোটরসাইকেল ভাড়া।
-- ৩ দিনের মোট ৮ বেলা খাবার।
-- ২ রাত এর তাবু ভাড়া।
-- লোকাল গাইড।
-- ফ্রেশ হয়ার জন্য গ্রুপ রুম

এই প্যাকেজে যা যা পাচ্ছেন নাঃ
** যে কোনো ধরণের ব্যক্তিগত খরচ।
** কেবিন খরচ।
** হোটেল খরচ রাতে থাকতে চাইলে




♦♦কনফার্ম করার_নিয়মঃ
==================
আমাদের সাথে যাবার জন্য ৩০৬০ টাকা bKash করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারেন।
* টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য, কোনো অবস্থাতেই এডভান্সকৃত টাকা ফেরত দেওয়া হবেনা ৷ ( বিশেষ কারন বাদে)

Bkash/Nagad:
01625320232(personal, Bkash/Nagad)
.
💸ব্যাংকে পাঠাতে চাইলে:
.
🏛️ব্যাংক নামঃ City Bank
একাউন্ট নামঃ Aziz Faysal Nayem
একাউন্ট নাম্বারঃ 2303767239001
CITY BANK Dhanmondi Branch
[বি. দ্র: বুকিং মানি ফেরতযোগ্য নয়]
.
**আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে**
.
🔰বিস্তারিত জানতে যোগাযোগ করুন - ০১৬২৫৩২০২৩২ নাম্বারে

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী,Bhola, Chittagong, Bangladesh, Comilla
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

F.A. Bithee

F.A. Bithee

Are you the host? Claim Event

Advertisement
ডিসেম্বরের শীতে নিঝুম দ্বীপ ক্যাম্পিং-এ টিম- The Tour Bees🐝(১১), 11 December
ডিসেম্বরের শীতে নিঝুম দ্বীপ ক্যাম্পিং-এ টিম- The Tour Bees🐝(১১)
Thu, 11 Dec, 2025 at 05:00 pm