ভীষ্ম পঞ্চব্রত
পিতামহ ভীষ্মদেব এই ব্রত করেছিলেন বিধায় এর নাম ভীষ্মপঙ্কর ব্রত। অত্যন্ত মহিমান্বিত এই ব্রত করার ফলে যে কেউ গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন। কোনো কোনো পুরাণে উলেখ আছে যে, বিশেষতঃ যারা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতে চান, তারা এই ব্রত করে ভীষ্মদেব ও তাঁর আরাধ্যদেব শ্রীকৃষ্ণের করুণা ভিক্ষা করতে পারেন। ভক্তরা তাদের সুবিধামতো নিম্নোক্ত স্তরগুলোর যেকোনটি অনুসরণ করতে পারেন যাতে তাদের নিত্য ভগবৎ সেবা ও সাধনার বিঘ্ন না ঘটে
১ম স্তর : পঞ্চগব্যের একেকটি একেক দিনে গ্রহণ করা যেতে পারে। ১ম দিন - গোময়, ২য় দিন-গোমূত্র, ৩য় দিন- দুধ, ৪র্থ দিন- দধি, ৫ম দিন- গোময়, গোমূত্র, দুগ্ধ, দধি ও ঘিয়ের মিশ্রণে তৈরী পঞ্চগব্য ।
২য় স্তর : যদি কেউ ১ম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে। যেসব ফলে প্রচুর বীজ রয়েছে যেমন - পেয়ারা, ডালিম, পেঁপে, শসা প্রভৃতি বর্জন করা উচিত। আলু, কাঁচাকলা বা মিষ্টিআলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে। স্বাদের জন্য সৈন্ধব লবণ ব্যবহার অনুমোদিত। কাজুবাদাম, কিসমিস ও খেজুর গ্রহণ করা যেতে পারে। তবে দুধ বা দুগ্ধজাত কোন দ্রব্য গ্রহণ করা যাবে না। নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে।
৩য় স্তর : যদি কেউ ২য় স্তর পালনে অসমর্থ হন তবে হবিষ্যান্ন গ্রহন করতে পারেন।
এতদিন গঙ্গার মত পবিত্র নদীতে স্নান করা উচিত। নিম্নলিখিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিনে তিনবার ভীষ্মদেবের উদ্দেশে তর্পণ করা উচিত।
তর্পণ- ওঁ বৈয়াগপাদ্য গোত্রায় সংস্কৃতি প্রবরায় চ। অপুত্রায় দদ্যামেতৎ সলিলম্ ভীষ্মবৰ্মনে ॥
অর্থ- বসুনামাতারায় শান্তনোরাত্মজায় চ। অর্ঘ দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে ॥
প্রণাম- ওঁ ভীষ্ম সনাতনেভ্য বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ। আভীরাব্ধির্বাপুত্ব পুত্রপৌত্রচিতম্ ক্রিয়াম্ ॥
ভক্তরা নিম্নের ফুলগুলো বিগ্রহকে নিবেদন করতে পারেন-
১ম দিন- শ্রীবিগ্রহের শ্রীচরণে অবশ্যই পদ্মফুল,
২য় দিন- শ্রীবিগ্রহের উরুতে বিষপত্র, ৩য় দিন- শ্রীবিগ্রহের নাভিদেশে গন্ধদ্রব্য,
৪র্থ দিন- শ্রীবিগ্রহের স্কন্ধদেশে জবাফুল ও বিল্বপত্র এবং ৫ম দিন- শ্রীবিগ্রহের মস্তকে মালতী ফুল নিবেদন করা উচিত
। যদি কখনো দু'টি তিথি একত্রে পড়ে তবে ঐদিন দুইদিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারেন ।
উৎস : (শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের বিবৃতি অনুসারে অনুলিখিত) পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড- ২৩ অধ্যায়; স্কন্দ পুরাণ, বিষ্ণুখণ্ড-কার্তিক মাহাত্ম্য- ৩২ অধ্যায়; গরুড় পুরাণ, পূর্বখন্ড- ১২৩ অধ্যায়।
সমাপ্ত
#iskcon #mayapur #devotional #harekrishna #harinamsankirtan #দামোদরমাসেরমাহাত্ম্য #ekadashi_puja_vidhi #radha
#damudor,#damudorkirtan #Salboni
#iskcon #harekrishna #scripture #krishna #bhakti #spiritual #spirituality #bhagavatam #purana #krishnaconsciousness #bhagavadgita #festival #radhastami #radha #purusottom #purusottommas #govindanandadas ##govindanandaprabhu #mayapur #Khanakul #fulaswar #iskconfulaswar#মলমাস
#মলমাসকি,
#মলমাস২০২৩,
#২০২৩মলমাস,
#২০২৩শ্রাবণমাস,
#মলমাস১৪২৭,
#২০২৩সালকিমলমাস?,
#দামোদরমাসেরমাহাত্ম্য #kartikmonth2023 #দামোদরমাসেরমাহাত্ম্য #কার্তিকমাস #দামোদরমাসেরমাহাত্ম্য
#দামোদরমাস২০২৩ #দামোদরব্রত #damodarmaas2023
#কার্তিকমাস,
#কার্তিকমাসপালনেরনিয়ম,
#কার্তিকমাসেরমাহাত্ম্য,
#কার্তিকমাসেরনিয়ম,
#দামোদরমাস,
#কার্তিকমাসেরব্রতকথা,
#দামোদরমাসপালনেরনিয়ম,
#দামোদরকার্তিকমাসেরমাহাত্ম্য,
#দামোদরমাসেরনিয়ম,
#দামোদরমাসেরমাহাত্ম্য,
#দামোদরমাসেরমহিমা,
#কার্তিকমাসস্পেশাল,
#কার্তিকদামোদরমাস২০২৩
#দামোদরকার্তিকমাসেরব্রতপালনের নিয়ম,
#কার্তিকদামোদরমাসসবমাসেরশ্রেষ্ঠ কেন,
#দামোদরমাস২০২৩
#কার্তিকদামোদরমাসশ্রেষ্ঠকেন,
#কার্তিকদামোদরমাসেরমাহাত্ম্য,
#কার্তিকমাসপ্রদীপদান
------------------------------------------------------------------------------------------------------------------
#২০২৩শ্রাবণমাসকিমলমাস,
#শ্রাবণমাস২০২৩,#মলমাস,
adhikmaas2023iskcon #অধিকমাসমাহাত্ম্য2023 #malmaasmahatmya2023 #পুরুষোত্তমমাস2023 #purushottavidhimahatva2023 #adhikmaas2023 #malmas2023#মলমাস
#harinarayan #harinaryan #domjur
#iskcondomjur #Domjur #domjuriskcon #মাকড়দহ #makardha #iskconhowrha #iskcontemple #iskconkolkata #Ramrajatala
Iskcondivyagyan
Also check out other Festivals in Barasat.